ভারতীয় দলের (India Team) কোচ হতে চেয়েছিলেন ভিভিএস লক্ষণ( VVS Laxman)। এক অনুষ্ঠানে এমনটাই জানালেন বিসিসিআই প্রেসিডেন্ট( BCCI President) সৌরভ গঙ্গোপাধ্যায়( Sourav Ganguly)। রবি শাস্ত্রী বিরাট কোহলিদের দায়িত্ব ছাড়ার পরই ভারতীয় দলের কোচ হন রাহুল দ্রাবিড়। কিন্তু দ্রাবিড় ছাড়া ভিভিএস লক্ষণ বিরাট কোহলিদের কোচ হতে চেয়েছিলেন বলে জানালেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি।
এক অনুষ্ঠানে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন,” ভারতীয় দলের হয়ে কাজ করার জন্য ও লক্ষ্মণ মুখিয়ে ছিল। কিন্তু সেটা সম্ভব হয়নি। কিন্তু আগামী দিনে ও ভারতীয় দলের কোচ হওয়ার সুযোগ পাবে।”

কেন দ্রাবিড়ের ওপরের ভরসা রাখল বিসিসিআই? এর জবাবে মহারাজ বলেন,” রাহুলকে নিয়ে অনেক দিন ধরে আমাদের চিন্তা-ভাবনা ছিল। আমি ও জয় শাহ চেয়েছিলাম দ্রাবিড়ই কোচ হোক। কিন্তু প্রথমে ও রাজি হচ্ছিল না। কারণ দলের কোচ হলে ছোট ছেলেদের ছেড়ে এক টানা আট-নয় মাস বাইরে থাকতে হয়। কিন্তু পরে দ্রাবিড় আমাদের প্রস্তাবে রাজি হয়।”
দ্রাবিড় ভারতের কোচ হওয়ার পরে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান করা হয়েছে ভিভিএস লক্ষ্মণকে।
আরও পড়ুন:Atk Mohunbagan: হাবাসের বদলি হিসাবে এগিয়ে এই দুই কোচ, কথা চালাচ্ছে সবুজ-মেরুণ ম্যানেজমেন্ট













































































































































