রাতারাতি কোটিপতি ভ্যানচালক!

0
2

৬০ টাকা দিয়ে লটারি টিকিট কেটেছিলেন পেশায় ভ্যানচালক ফজলে মিয়া। কোটিপতি হলেন সীমান্ত গ্রামের ওই বাসিন্দা।

শুক্রবার বিকেলে এলাকার একটি দোকান থেকে মাত্র ৬০ টাকা দিয়ে একটি লটারি টিকিট কাটেন ফজলে। খেলা অনুষ্ঠিত হয়ওয়ার পর রাতে সে দোকানে গিয়ে টিকিট নম্বর মেলাতে গিয়ে দেখেন প্রথম পুরস্কারের টিকিট নম্বর, তার টিকিট নম্বর একই। তড়িঘড়ি পেশায় ভ্যানচালক ফজলে মিয়া সেখান থেকে সরাসরি বাড়িতে ফিরে যান। কারণ বর্তমানে তিনি কোটিপতি। খবর ছড়িয়ে পড়তেই এলাকার সাধারণ মানুষ তার বাড়িতে ভিড় জমাচ্ছেন।

আরও পড়ুন-Kolkata Municipal Election: কলকাতা পুরভোটে মোতায়েন ২৩ হাজার পুলিশ, সীমানা সিল

নিরাপত্তার অভাব বোধ করে প্রথমে গীতালদহ পুলিশ ফাড়িতে গিয়ে পুলিশ আধিকারিকদের গোটা বিষয়টি জানান। সেখান থেকে সরাসরি দিনহাটা থানায় নিরাপত্তার জন্য ছুটে আসেন। জানা যায়, সেই টিকিট তিনি থানায় জমা দিয়েছেন। গীতালদহ এক গ্রাম পঞ্চায়েতের ভোরাম গ্রামে তার বাড়ি।

ফজলে মিয়ার বয়স ৬৮ বছর হলেও ভ্যান চালিয়ে চলত সংসার। দিনরাত এক করে পরিশ্রম করেও কোনো ভাবেই সংসারের অনটন মেটাতে পারতেন না তিনি। ভাগ্য পরীক্ষা করতে গিয়ে যে তিনি কোটিপতি হয়ে যাবেন তা কখনো কল্পনা করতে পারেননি। ফজলে জানান, লটারি টিকিট থেকে পাওয়া এক কোটি টাকা দিয়ে প্রথমে তার ভাঙা বাড়িকে নতুন করে তৈরি করার স্বপ্ন দেখছেন তিনি। স্থানীয় বাসিন্দারা অনেকেই বলেন, অভাবের সংসারে ফজলে কোটিপতি হয়ে গেলেন। খবরটি শুনে সত্যিই ভালো লাগছে। ভ্যান চালিয়ে কোনভাবেই সংসার চলত না তাদের এমনটাই বলছেন স্থানীয়রা।