Indian Team: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রস্তুতি শুরু বিরাটদের

0
1

আসন্ন দক্ষিণ আফ্রিকা (South Africa) টেস্ট সিরিজের জন‍্য প্রস্তুতি শুরু করে দিল ভারতীয় দল(India Team)। শনিবারই ছিল তাদের প্রথম অনুশীলন। সেই ভিডিও পোস্ট করেছে বিসিসিআই( BCCI)। জোহানেসবার্গের সুপারস্পোর্ট পার্কে অনুশীলন সারল টিম ইন্ডিয়া। ভিডিওতে দেখা যাচ্ছে কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক বিরাট কোহলিকে ‘ফুটভলি’ খেলতে। ২৬ তারিখ থেকে শুরু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন টেস্টের সিরিজ।

ভিডিওতে প্রথমে কোহলি, দ্রাবিড়কে দৌড়তে দেখা যাচ্ছে। এরপর তাঁরা শরীরচর্চা করেন। তারপরেই একে অপরের বিরুদ্ধে ফুটভলি খেলেন।”

এদিন কোহলি নিজেও একটি ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে লিখেছেন, “প্রথম সেশনের অনুশীলন শেষ।” সেই ছবিতে বিরাটের সঙ্গে দেখা যাচ্ছে উমেশ যাদব, মহম্মদ সিরাজ, ইশান্ত শর্মা, জয়ন্ত যাদব, রবিচন্দ্রন অশ্বিন এবং চেতেশ্বর পুজারাকে।

আরও পড়ুন:কুস্তিগীরকে সপাটে চড় বিজেপি সাংসদের, ভাইরাল ভিডিও