রাজ্যে বিধানসভা নির্বাচন মিটতেই তৃণমূল কংগ্রেসে (Trinamool Congress) ফিরেছেন রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। কিন্তু ডোমজুড়ের মানুষ তাঁকে দেখলেই বিক্ষোভ দেখাচ্ছেন। আজও ডোমজুড়ে গিয়ে ফের তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন রাজীব। কালো পতাকাও দেখানো হল তাঁকে।
আরও পড়ুন-Left Contro: সময় পেরিয়ে প্রচারের অভিযোগ বাম প্রার্থীর বিরুদ্ধে, ঢাকুরিয়ায় উত্তেজনা
শুক্রবার রাতে প্রয়াত হন হাওড়ার সলপ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দুই বারের প্রাক্তন প্রধান সুধীরচন্দ্র ঘোষ (Sudhir Chandra Ghosh)। তিনি ডোমজুড়ের তৃণমূল সভাপতিও ছিলেন। সেই খবর পেয়ে তাঁর পরিবারকে সমবেদনা জানাতে রওনা দেন রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। কিন্তু ওই এলাকায় পৌঁছতেই রাজীবকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীদের একাংশ। তাঁরা স্লোগান দিতে থাকেন ‘রাজীব বন্দ্যোপাধ্যায় দূর হঠো’। এমনকী ডোমজুড়ের প্রাক্তন বিধায়ককে তাঁরা ‘মিরজাফর’ বলেও আখ্যা দেন। শেষ পর্যন্ত পরিস্থিতি এমন ঘোরালো হয়ে ওঠে যে, প্রয়াত উপপ্রধানের পরিবারের সঙ্গে দেখা না করেই রাজীব ফিরতে বাধ্য হন।
আরও পড়ুন-Sreerampur : বাজারে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ একই পরিবারের শিশু ও দুই গৃহবধূ!
প্রসঙ্গত, গত ৩১ অক্টোবর ঘর ওয়াপসি হয় রাজীব বন্দ্যোপাধ্যায়ের। একসময় দিল্লিতে (Delhi) গিয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। পরে ভোট মিটতেই ফের প্রাক্তন মন্ত্রী তথা ডোমজুড়ের প্রাক্তন বিধায়ক দলে ত্রিপুরায় গিয়ে ঘাসফুলের পতাকা পুনরায় হাতে নেয়! অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা থেকে দলে যোগ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ক্ষমা চান তিনি। বলেন, তিনি লজ্জিত ও অনুতপ্ত।