পাঞ্জাব পুলিশের ডিরেক্টর জেনারেলের(ডিজি) দায়িত্ব পেলেন বাঙালি আইপিএস । প্রাক্তন ডিজি ইকবালপ্রীত সিংহ সাহোটা-র জায়গায় নিয়োগ করা হল আইপিএস সিদ্ধার্থ চট্টোপাধ্যায়কে। সূত্রের খবর, পাঞ্জাব কংগ্রসের প্রধান নভজ্যোৎ সিং সিধুর সুপারিশেই বাঙালি আইপিএসকে ডিজির দায়িত্ব দিয়েছে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণঞ্জিৎ সিং চন্নীর সরকার।
আরও পড়ুন:Agni Prime Missile: অগ্নি প্রাইম আণবিক মিসাইলের সফল উৎক্ষেপণ ওড়িশায়
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী চন্নীর ঘনিষ্ঠ প্রাক্তন ডিজি ইকবালপ্রীত এবং অ্যাডভোকেট জেনারেলের নিয়োগ নিয়ে আপত্তি জানিয়েই প্রদেশ কংগ্রেস প্রধানের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন নভজ্যোৎ সিং সিধু।যদিও পরে সে ইস্তফাপত্র প্রত্যাহার করে নেন তিনি।
১৯৮৬ ব্যাচের বাঙালি আইপিএস অফিসার সিদ্ধার্থ চট্টোপাধ্যায় বেশ কিছু গুরুত্বপূর্ণ তদন্তভার সামলেছেন। মোগার পুলিশ প্রধান রাজ জিৎ সিংহ হুন্ডলের বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ ওঠার পরে যে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছিল, তাঁর নেতৃত্বে ছিলেন তিনি।আগামী বছর ৩১ মার্চই তিনি অবসর নেবেন। ডিজি বাছাইয়ের জন্য প্রাথমিক ভাবে ১০ জন আইপিএসের নাম ইউপিএসসি-র কাছে পাঠিয়েছিল পাঞ্জাব সরকার। এরপর তাঁদের মধ্যে তিন জনকে বেছে পাঞ্জাব সরকারকে পাঠাবে ইউপিএসসি। তাঁদেরই এক জনকে পূর্ণ মেয়াদে ডিজি-র দায়িত্ব দেওয়া হবে। সেই তালিকায় সিদ্ধার্থের নাম থাকলে তিনিই হয়তো দীর্ঘমেয়াদে এই দায়িত্ব সামলাবেন। তত দিন পর্যন্ত কার্যনির্বাহী ডিজি হিসেবেই থাকবেন সিদ্ধার্থ।