নিম্নচাপের ধাক্কা কাটিয়ে অবশেষে রাজ্যে ঝড়ো ইনিংস শুরু করলো শীত(Winter)। পৌষ মাসের শুরুতেই এক ধাক্কায় তাপমাত্রার পারদ অনেকখানি নেমে গিয়ে পৌঁছলো ১৩.৯ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে আজ মরশুমের শীতলতম দিন। ধাপে ধাপে আরও নামবে তাপমাত্রার পারদ। শীত প্রেমীদের জন্য যা নিশ্চিত ভাবেই আনন্দের খবর।

আবহাওয়া দপ্তরের(Weather update) তরফে জানানো হয়েছে, আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ১ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৫ শতাংশ। পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার আকাশ পরিষ্কার থাকবে, সঙ্গে থাকবে শীতের মিঠে রোদ্দুর। আপাতত বৃষ্টির কোনও সম্ভবনা নেই।
আরও পড়ুন:ওমিক্রন আতঙ্কের মাঝে দেশে ফের বাড়ল করোনায় দৈনিক মৃতের সংখ্যা
অন্যদিকে কলকাতার পার্শ্ববর্তী জেলাগুলিতেও জাঁকিয়ে পড়েছে ঠাণ্ডা। কলকাতা,পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে আগামী কয়েকদিন পরিষ্কার থাকবে আকাশ। শুষ্ক আবহাওয়া থাকবে দুই বঙ্গে। ফলে, শনিবারের পর থেকেই কলকাতার তাপমাত্রা আরও নামতে শুরু করবে। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কম থাকবে পশ্চিমের জেলাগুলিতে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর সহ একাধিক জেলায় ১১ ডিগ্রির কাছাকাছি থাকবে তাপমাত্রা। উত্তরবঙ্গের জেলাগুলিতেও শীতের আমেজ ক্রমশ বাড়বে।













































































































































