আইএসএলে (Isl) টানা চার ম্যাচে জয়ের মুখ দেখল না এটিকে মোহনবাগান (Atk Mohunbagan)। বৃহস্পতিবার বেঙ্গালুরু এফসির ( Bengaluru fc) কাছে আটকে গেল হাবাসের দল। এদিন ৩-৩ ড্র করল তারা। কলকাতা ডার্বির পর এখনও পযর্ন্ত জয়ের দেখা নেই সবুজ-মেরুনের। ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ছয়ে নেমে গেল এটিকে মোহনবাগান।
ম্যাচে এদিন শুরু থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমণের খেলা। তবে ম্যাচের ১৩ মিনিটের মাথায় গোল পেয়ে যায় বাগান ব্রিগেড। গোল করে বাগানকে এগিয়ে দেন সুভাশিস বোস। তবে এই ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি হাবাসের দল। ম্যাচের ১৮ মিধিটে পেনাল্টি পায় বিএফসি। আর সেই সুযোগকে কাজে লাগায় তারা। পেনাল্টি থেকে গোল করে বিএফসিকে সমতায় ফেরান ক্লেইটন সিলভা। এরপর ২৬ মিনিটে ক্লেইটনের কর্নার থেকে দুর্দান্ত হেড করে গোল করে বিএফসিকে ২-১ গোলে এগিয়ে দেন দানিশ ফারুখ। যদিও ৩৮ মিনিটে বাগানের হয়ে সমতা হুগো বৌমোস। এর ফলে ম্যাচের প্রথমার্ধে সমানে সমানে থাকে দুই দল।
ম্যাচের দ্বিতীয়ার্ধে চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। এক সময় এটিকে মোহনবাগান চাপ বাড়ায়। ম্যাচের ৫৮ মিনিটে পেনাল্টি পায় এটিকে মোহনবাগান। আর সেখান থেকে গোল করেন রয় কৃষ্ণা। তবে ৭২ মিনিটে কর্নার থেকে হেড করে গোল শোধ করেন প্রিন্স ইবারা। এদিনের ম্যাচে এটিকে মোহনবাগান তিনটি গোলই হজম করে সেটপিসে।
আরও পড়ুন:Indian Team: দক্ষিণ আফ্রিকা পৌঁছল ভারতীয় দল, ছবি পোস্ট বিসিসিআইয়ের