উত্তরের পরে দক্ষিণ- নজিরবিহীন জনজোয়ার দেখল মহানগরী। বৃহস্পতিবার, উত্তর কলকাতার পর শুক্রবার, দক্ষিণ কলকাতার রাজপথে নেমেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দলীয় প্রার্থীদের সমর্থনে বালিগঞ্জ (Ballyganj) থেকে কালীঘাট (Kalighat) পর্যন্ত রোড শো করছেন তৃণমূলের (Tmc) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। উপস্থিত রয়েছেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম, সুব্রত বক্সি প্রমুখ তৃণমূলের শীর্ষনেতারা। রয়েছেন দক্ষিণ কলকাতা তৃণমূলের প্রার্থীরা। মিছিলে পা মিলিয়েছেন দক্ষিণ কলকাতার তৃণমূলের প্রার্থীরা।
আরও পড়ুন- Pegasus: পেগাসাস নিয়ে নয়া সুপ্রিম নির্দেশ
রোড শো-তে (Road Show) তৃণমূল কর্মী-সমর্থকদের ঢল। চোখে পড়ার মতো সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। রাস্তার দুধারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে দেখার জন্য উপচে পড়ছে ভিড়। তাঁকে দেখে, তাঁর ছবি মোবাইল ফোন-বন্দি করতে চাইছেন অনুরাগীরা। রাস্তার ধারের বহুতলগুলির বারান্দা থেকে ছাদ- সব জায়গাতেই উৎসুক মানুষের ভিড়। তাঁদের দেখে কখনও হাত নাড়ছেন অভিষেক। বয়স্কদের দেখলে হাতজোড় করে জানাচ্ছেন বিনম্র শ্রদ্ধা। তাঁর এই মাটির কাছাকাছি থাকার মনোভাবেই আপ্লুত কলকাতা দক্ষিণের মানুষ।
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 






























































































































