David Warner: আউট হয়ে মাঠ ছাড়ার সময় এক খুদের মুখে হাসি ফোটালেন ওয়ার্নার

0
10

চলছে ইংল‍্যান্ড-অস্ট্রেলিয়া( England-Australia) টেস্ট সিরিজ। বৃহস্পতিবার অ‍্যাডিলেডে শুরু হয়েছে দ্বিতীয় টেস্ট। আর এই টেস্টেই এক সুন্দর দৃশ্য দেখতে পেল ক্রিকেট বিশ্ব। বৃহস্পতিবার ইংরেজদের বিরুদ্ধে দুরন্ত ব‍্যাটিং করেন ডেভিড ওয়ার্নার(David Warner)। ৯৫ রানে আউট হন তিনি। শতরান থেকে মাত্র ৫ রান বাকি থাকতেই বেন স্টোকসের বলে আউট হন ওয়ার্নার। আর মাঠ ছেড়ে বেড়োনর সময় এক খুদেকে এক উপহার দিয়ে যান তিনি। আর সেই ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায়।

ব্রিসবেনের মাঠে শতরান থেকে মাত্র ছ’ রান বাকি থাকতেই আউট হয়েছিলেন ডেভিড ওয়ার্নার। বৃহস্পতিবার অ্যাডিলেডে শতরান থেকে পাঁচ রান বাকি থাকতেই থামতে হল তাঁকে। তাই মাঠ ছাড়ার সময় কার্যত হতাশ ছিলেন ওয়ার্নার। কিন্তু মুহূর্তে একটা ছোট্ট ঘটনায় সব কিছুকে যেন ছাপিয়ে চলে যায়। এদিন দেখা যায় মাঠ ছেড়ে বেরনোর সময় গ্লাভস জোড়া ছুড়ে দিলেন এক কিশোরের দিকে। লুফে নিয়ে নেয় সে। বিস্ময়ে চোখমুখ বিস্ফারিত। আনন্দ ধরে রাখতে পারছে না সে। ওয়ার্নারের গ্লাভস তার হাতে।

রইল সেই ভিডিও…

https://twitter.com/KKGMediaBBS/status/1471501083033800712?t=OLU2Xcj0CKnTp3RZpXCrrA&s=08