জৈন ধর্মাবলম্বী বৃদ্ধার ‘স্বেচ্ছামৃত্যু’কে ঘিরে চাঞ্চল্য Hindmotor-এ

0
1

জৈন ধর্মাবলম্বী এক বৃদ্ধার ‘স্বেচ্ছামৃত্যু’ হুগলি জেলার হিন্দমোটরে (Hindmotor)। তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, হিন্দমোটরের (Hindmotor) কমলালয় অ্যাপার্টমেন্টে ওই বৃদ্ধা তাঁর পরিবারের সঙ্গে থাকতেন। গত প্রায় ১০ দিন ধরে তিনি অন্নত্যাগ করেছিলেন। তারপরে দিনকয়েক আগে জলও পান করা বন্ধ করে দেন। এরপর বুধবার সকালে তাঁর মৃত্যু হয়। তাঁর মৃতদেহ সৎকারও করা হয়েছে। মৃতার নাম কলকতি দেবী জৈন (৮০)।

আরও পড়ুন: নজরে ব্রাহ্মণ ভোট, কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রকে সরাতে নারাজ মোদি সরকার: সুত্র

কলকতি দেবী জৈনের পরিবারের সদস্যদের দাবি, উনি স্বেচ্ছায় সাধনা করছিলেন। তারই পরিণতিতে ‘সুন্দর মৃত্যু’ পেয়েছেন। পারিবারিক গুরু প্রথমে স্বেচ্ছামৃত্যুর অনুমোদন দিতে চাননি। কিন্তু পরে তা দেওয়া হয়।

মৃতার ভাগ্না মোহন বোথরার কথায়, “এটা আমাদের ধর্মীয় আচার। শরীর অশক্ত হয়ে পড়লে এই ধরণের উপবাসের মধ্য দিয়ে সাধনা করে মৃত্যুকে ডাকা হয়। আমার মামিমা সেটিই করেছেন।” উত্তরপাড়া থানার (Uttarpara Police Station) পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে।