অশীতিপর লেখক সুনীল জানা। এই সাহিত্যিকের বাড়িতে ডাকাতির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁর বাড়ি থেকে টাকা ও মোবাইল নিয়ে চম্পট দিয়েছে দুই ডাকাত। বুধবার বিকেলে দক্ষিণ কলকাতার চারু মার্মার্কেটের এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, চারু মার্কেট থানার সুলতান আলম রোডের চারতলা বাড়ির একতলায় ফ্ল্যাটে থাকেন আশি বছরের বৃদ্ধ সাহিত্যিক সুনীল জানা ও তাঁর স্ত্রী। শিশু সাহিত্য-সহ বেশ কিছু বইয়ের লেখক তিনি। ওই বাড়ির উপরের তলায় তাঁর ছেলের ফ্ল্যাটে কাজ করছেন রাজমিস্ত্রিরা। এদিন নতুন মিস্ত্রিরা মূল গেট খুলেই চলে যায় ।
সেই সুযোগেই দুই দুষ্কৃতী এসে দরজায় কড়া নাড়ে। সুনীলবাবু মিস্ত্রিরা এসেছেন মনে করে দরজা খোলেন।
এরপরই দুই দুষ্কৃতী বৃদ্ধ লেখককে মারধর করে বলে অভিযোগ। তাঁকে ও তাঁর স্ত্রীকে ধারালো অস্ত্র দেখিয়ে ফ্ল্যাটের এক জায়গায় দাঁড় করিয়ে রেখে একটি মোবাইল, একটি এটিএম কার্ড ও ১৫ হাজার টাকা নগদ নিয়ে পালায় তারা।
বৃদ্ধ দম্পতির আর্তনাদে প্রতিবেশীরা আসেন। আতঙ্কগ্রস্ত ও আহত অবস্থায় বৃদ্ধকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ফ্ল্যাটটিতে আসে চারু মার্কেট থানার পুলিশ। এলাকার সিসিটিভির ফুটেজও পরীক্ষা করে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।