Abhishek Banerjee: উত্তরে অভিষেকের প্রচারে জনজোয়ার

0
4

কলকাতা পুরভোটের প্রচার তুঙ্গে। আজ পথে নেমেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বড়বাজার থেকে বৌবাজার রোড শো করছেন অভিষেক। বড়বাজারের রাজাকাটরা থেকে মিছিল শুরু করেছেন। প্রায় সাড়ে তিন কিলোমিটার রাস্তা যাবে এই রোড শো।

আরও পড়ুন-  Sourav-Virat: বিরাট প্রসঙ্গে মুখ খুললেন সৌরভ, বললেন, ‘যা ব‍‍্যবস্থা নেওয়ার বোর্ড নেবে’

বউবাজারের ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় শেষ হবে রোড শো। তৃণমূলের শীর্ষ স্থানীয় নেতৃত্বরা রয়েছেন। অভিষেকের সঙ্গে আছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় ,রয়েছেন তাপস রায় ,ইন্দ্রনীল সেন।