ওমিক্রনের আবহের মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ আফ্রিকায় ( South Africa) পৌঁছে গেল ভারতীয় দল( India Team)। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করল বিসিসিআই( BCCI)। বৃহস্পতিবার ভোরে বিশেষ চার্টার্ড বিমানে উড়ে গিয়েছেন ক্রিকেটার এবং তাঁদের পরিবার।
এদিন বিমানবন্দরে দেখা সস্ত্রীক বিরাট কোহলি, যশপ্রীত বুমরাহকে। বাস থেকে নেমে বিমানবন্দরে ঢোকার সময় কোহলি এবং অনুষ্কাকে ছেঁকে ধরেছিলেন আলোকচিত্রীরা। বিরাট হাত দিয়ে তাঁদের থামিয়ে দেন এবং মেয়ে ভামিকার ছবি তুলতে বারণ করেন।
২৬ ডিসেম্বর প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ খেলতে নামবে বিরাট অ্যান্ড কোং। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রয়েছে ভারতের পূর্ণাঙ্গ তিনটি টেস্ট এবং তিনটি একদিনের সিরিজ। আগামী ২৬ ডিসেম্বর সেঞ্চুরিয়নে ‘বক্সিং ডে’-তে শুরু সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট জোহানেসবার্গে এবং তৃতীয় টেস্ট কেপটাউনে আয়োজন করা হবে। টেস্ট সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত।
আরও পড়ুন:David Warner: আউট হয়ে মাঠ ছাড়ার সময় এক খুদের মুখে হাসি ফোটালেন ওয়ার্নার