Duare Ration:মমতা সরকারের জয়জয়কার, দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে উপকৃত ৫ কোটিরও বেশি মানুষ

0
3

প্রতিশ্রুতি রাখল তৃণমূল সরকার। দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে পাঁচ কোটিরও বেশি মানুষের কাছে খাদ্যশস্য পৌঁছে দিয়ে বড়সড় সাফল্য পেল রাজ্য সরকার। বুধবার তৃণমূল কংগ্রেসের তরফে একটি টুইটে একথা জানানো হয়।

আরও পড়ুন:KMC : কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিজেপির আর্জি খারিজ, কলকাতা পুরভোটে রাজ্য পুলিশেই আস্থা কলকাতা হাইকোর্টের

টুইটে লেখা হয়,” দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে রাজ্যের পাঁচ কোটিরও বেশি মানুষের কাছে বেশি মানুষ উপকৃত হয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর প্রতিশ্রুতির জন্য পরিচিত। এটাই দিদির বিশ্বাসযোগ্যতার প্রমাণ। তিনি কোনওদিন কথা রাখতে পিছপা হন না।”


২১ এর বিধানসভা নির্বাচনে তৃতীয়বার ক্ষমতায় আসার পর গত নভেম্বর মাসে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দুয়ারে রেশন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, রাজ্যের ১০ কোটি ৪০ লক্ষ মানুষ বাড়িতে বসে রেশন পাবেন। তার জন্য ২১ হাজার ডিলারদের রেশন বন্টনের জন্য গাড়ি কেনায় এক লক্ষ টাকা করে ভর্তুকি দেবে রাজ্য। আমজনতার কথা মাথায় রেখে এই প্রকল্পের মাধ্যমে পরিষেবা বিপুল পরিমাণে বাড়ানো হয়।পাশাপাশি বিপুল পরিমাণে কর্মসংস্থানের পথও খুলে দেওয়া হয়।

নতুন এই প্রকল্পের মাধ্যমে প্রচুর বেকার সংস্থানেরও ব্যবস্থা করে রাজ্য সরকার। বলা হয়, রেশন ডিলাররা কাজের সুবিধার জন্য দু’জন করে লোক নিতে পারবেন। তাদের বেতনের অর্ধেক দেবে রাজ্য সরকার। এর ফলে স্থানীয়ভাবে প্রায় ৪২ হাজার ছেলেমেয়ে কাজ পাবেন। এদিন তৃণমূলের তরফে জানানো হয়েছে, রাজ্য সরকার রেশন ডিলারদের রেশন বন্টনের জন্য গাড়ি কেনার প্রায় ২১ হাজার টাকা করে দিয়েছে।