পশ্চিমবঙ্গে (West Bengal) বুধবারই প্রথম ওমিক্রন (Omicron) আক্রান্তের খোঁজ মেলে। মুর্শিদাবাদের (Murshidabad) বালকের ওমিক্রন পজিটিভ আসে। এরপরই আজ, বৃহস্পতিবারই ওমিক্রন (Omicron) আক্রান্ত সাত বছরের ওই বালকের কোভিড পরীক্ষার ফল নেগেটিভ এল। তার পরিবারের সদস্যদেরও কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে। বৃহস্পতিবার এ কথা জানিয়ে দিয়েছেন মালদহের (Maldah) মুখ্য স্বাস্থ্য আধিকারিক পাপড়ি নায়েক।
আবু ধাবি থেকে হায়দরাবাদ (Hyderabad) হয়ে বিমানে কলকাতা এসেছিল সাত বছরের ওই বালক। তার বাড়ি মুর্শিদাবাদের (Murshidabad) ফরাক্কা থানার বেনিয়াগ্রামে। কিন্তু আবু ধাবি থেকে ফেরার পর সে ছিল মালদহের কালিয়াচকের (Kaliachak) বালিয়াডাঙায় তার আত্মীয়ের বাড়িতে।
আরও পড়ুন: ‘সুশাসন’ই বটে, ইউএপিএ ধারায় গ্রেফতারিতে দেশের মধ্যে শীর্ষে যোগী রাজ্য
হায়দরবাদে জিন পরীক্ষায় ধরা পড়ে ওই বালক কোভিডের নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন আক্রান্ত। তেলঙ্গানার স্বাস্থ্য দফতর সেই খবর জানিয়েছিল পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতরকে (West Bengal Health Department)। তারপরই মালদহে বালকের আত্মীয়ের বাড়িতে নমুনা সংগ্রহের জন্য বুধবার পৌঁছে গিয়েছিলেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। সেখান থেকে তাঁরা বালক সহ পরিবারের ৭ জনের নমুনা সংগ্রহ করেন। মালদহ মেডিক্যাল কলেজের পরীক্ষাগারে নমুনা পরীক্ষা করা হয়েছিল। তাতে তাঁদের রিপোর্টই নেগেটিভ এসেছে।














































































































































