ফের উপত্যকায় বড়সড় সাফল্য! বুধবার রাতে কুলগামের রেডওয়ানি এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। জঙ্গি-যৌথবাহিনীর গুলির লড়াইয়ে দুই জেহাদিকে খতম করা হয়। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। কাশ্মীর পুলিশ জানিয়েছে, নিহত জঙ্গিদের পরিচয় এখনও জানা যায়নি।তারা কোন জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত তা জানার চেষ্টা চলছে। সূত্রের খবর, দুই জঙ্গিই হিজবুল মুজাহিদিন জেহাদি গোষ্ঠীর সদস্য।
আরও পড়ুন:Bank Strike:রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বেসরকারিকরণের প্রতিবাদে আজ থেকে দু’দিনের ব্যাঙ্ক ধর্মঘটের ডাক
সম্প্রতি জঙ্গি-যৌথবাহিনী সংঘর্ষে উত্তপ্ত উপত্যকা। গত সোমবারই জঙ্গি হানায় ৩ পুলিশ কর্মীর মৃত্যু হয়। গুরুতর আহত হয়েছেন ১২ জন। এরপর থেকেই জোরদার হয়েছে কাশ্মীরের জঙ্গি দমন অভিযান। বুধবার রাতে জঙ্গিদের গা ঢাকা দেওয়ার খবর শুনে গোপন অভিযান চালায় কাশ্মীর পুলিশ। ঘিরে ফেলা হয় গোটা এলাকা। গা ঢাকা দেওয়া জেহাদিদের আত্মসমপর্ন করার নির্দেশ দেয় যৌথবাহিনী। এরপরই শুরু হয় গুলির লড়াই। প্রথমে পুলিশকে লক্ষ করে এলোপাথারি গুলি ছুঁড়তে থাকে জঙ্গিরা। পাল্টা দেয় যৌথবাহিনীও। এই গুলির সংঘর্ষেই দুই সন্ত্রাসবাদীর মৃত্যু হয়েছে বলে খবর। বাকিদের খোঁজে চলছে তল্লাশি।