Virat Kohli: নির্বাচকদের বিরুদ্ধে ক্ষুব্ধ বিরাট, অধিনায়কত্ব যাচ্ছে আগে জানায়নি বোর্ড!

0
1

বুধবার সাংবাদিক সম্মেলনে এসে নির্বাচকদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন বিরাট কোহলি ( Virat Kohli)। বললেন, নির্বাচক কমিটির বৈঠকের দেড় ঘণ্টা আগে আমাকে জানান হয়, একদিনের ক্রিকেটে অধিনায়ক রাখা হচ্ছে না আমাকে।

একদিনের ক্রিকেটের নেতৃত্বের ভার বিরাট কোহলির হাত থেকে নিয়ে তুলে দেওয়া হয়েছে রোহিত শর্মার ( Rohit Sharma) হাতে। তারপর বিরাট কোহলিকে নিয়ে অনেক কথা উঠলেও, এক্ষেত্রে নীরব থেকেছেন ভারতীয় দলের টেস্ট অধিনায়ক। তবে বুধবার সাংবাদিক সম্মেলনে এসে কার্যত বোমা ফাটালেন বিরাট। নির্বাচকদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন তিনি।

এদিন দক্ষিণ আফ্রিকা সফরে উড়ে যাওয়ার আগে কোহলি বলেন,” একদিনের ক্রিকেটে অধিনায়কের পদ থেকে যে সরানো হচ্ছে, সেটা আগে থেকে জানায়নি বোর্ড। নির্বাচক কমিটির বৈঠকের দেড় ঘণ্টা আগে আমাকে বলা হয়, আমাকে একদিনের ক্রিকেটের অধিনায়ক রাখা হচ্ছে না। তার আগে আমার সঙ্গে কোনওরকম আলোচনা হয়নি এ বিষয়ে । তবে, এতে আমার কোনও সমস্যা নেই।”

আরও পড়ুন:Virat on Rohit: রোহিত প্রসঙ্গে ‘বিরাট’ বার্তা কোহলির