ঝড় ঝঞ্ঝার দাপটে সময়ের থেকে একটু দেরী করেই রাজ্যে প্রবেশ করেছে শীত(winter)। যার জেরে এবার রাজ্যে শীতের লম্বা ইনিংস খেলার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। আজকের দিনে, কলকাতার(Kolkata) সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে ২৫.৮ থেকে ২৬.১ হলেও, সর্বনিম্ন তাপমাত্রা(lowest temperature) রয়েছে একই স্থানে ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। আরো ৪৮ ঘণ্টা মোটামুটি একই তাপমাত্রা থাকার পর শনিবার থেকে রাজ্যে নামবে তাপমাত্রার পারদ।

আবহাওয়া দফতরের(weather office) তরফে জানা গিয়েছে, উত্তরে হওয়ার দাপটে তাপমাত্রার পারদ ক্রমশ নিম্নগামী রাজ্যে। কলকাতার পাশাপাশি এদিন উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা দার্জিলিঙে ৫.৩ ডিগ্রি। এছাড়াও বালুরঘাটে ১৩ ডিগ্রি, কোচবিহারে ১০.৪ ডিগ্রি, জলপাইগুড়িতে ১১.৫ ডিগ্রি, কালিম্পং-এ ১০ ডিগ্রি, মালদায় ১৫.৪ ডিগ্রি এবং শিলিগুড়িতে ১০.২ ডিগ্রি। এছাড়াও দক্ষিনবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা বারাকপুরে ১২.৮ ডিগ্রি, বহরমপুরে ১৪.৬ ডিগ্রি, বর্ধমানে ১৫ ডিগ্রি, ক্যানিং-এ ১৩.৬ ডিগ্রি, কাঁথিতে ১৩ ডিগ্রি, ডায়মন্ডহারবারে ১৪.৮ ডিগ্রি, দীঘাতে ১৪.৫ ডিগ্রি, দমদমে ১৫.৩ ডিগ্রি, হলদিয়ায় ১৫.২ ডিগ্রি, কলাইকুন্ডায় ১৩.৮ ডিগ্রি, কলকাতায় ১৪.২ ডিগ্রি, কৃষ্ণনগরে ১৩.৪ ডিগ্রি, মেদিনীপুরে ১৩.৫ ডিগ্রি, পানাগড়ে ১২.৩ ডিগ্রি, পুরুলিয়ায় ১১.৭ ডিগ্রি, সল্টলেক ১৪.৮ ডিগ্রি এবং শ্রীনিকেতনে ১১.৮ ডিগ্রি।













































































































































