৫ বছরে বিদেশে কত কালোটাকা গচ্ছিত হয়েছে? জানেই না মোদি সরকার

0
2

ক্ষমতায় বিদেশের মাটিতে যেসকল কালোটাকা(black money) গচ্ছিত হয়েছে তা ফিরিয়ে এনে প্রত্যেক ভারতবাসীর অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে দেওয়া হবে, এমনটাই ছিল নরেন্দ্র মোদির (Narendra Modi) প্রতিশ্রুতি। তবে কালো টাকা ফেরানো তো দূরে থাক, এ বিষয়ে সরকার যে রীতিমতো উদাসীন তা মেনে নিলেন মোদির মন্ত্রী। সম্প্রতি সংসদে এক প্রশ্নের উত্তরে সরকারের তরফে জানানো হলো পাঁচ বছরে বিদেশে কত কালো টাকা গচ্ছিত হয়েছে এ বিষয়ে কোনো তথ্য নেই তাদের কাছে। তবে কেন্দ্রের(Central) তরফে সাফাই দেওয়া হয়েছে বিদেশে গচ্ছিত টাকা থেকে কর ও জরিমানা বাবদ ২০১৫ সাল থেকে ২৪৭৬ কোটি টাকা আদায় হয়েছে।

মোদি সরকারের কালো টাকা ফেরানোর অগ্রগতি নিয়ে সম্প্রতি সংসদে প্রশ্ন করেছিলেন সমাজবাদী পার্টি দুই সাংসদ সুখরাম সিং যাদব এবং বিশ্বম্ভর প্রসাদ নিশাদ। তাদের প্রশ্ন ছিল, ২০১৪ সাল থেকে চলতি বছরের ৩০ নভেম্বর পর্যন্ত মোট কত কালো টাকা ভারতে ফেরানো হয়েছে? এর উত্তরে অর্থ মন্ত্রকের প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী বলেন, গত পাঁচ বছরে বিদেশের মাটিতে কত কাল টাকা গঠিত হয়েছে সে বিষয়ে সরকারের কাছে কোন তথ্য নেই। তবে বিদেশের ব্যাংকে কালো টাকার বিরুদ্ধে সরকার একাধিক উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে। এবং সেইসব পদক্ষেপে ইতিবাচক ফল মিলেছে। বিদেশে গচ্ছিত টাকা থেকে কর ও জরিমানা বাবদ সরকার ২৪৭৬ কোটি টাকা আদায় করেছে।