KMC: ২৮ নম্বর ওয়ার্ডের প্রচারে সিপিএম, কংগ্রেস এবং বিজেপিকে কার্যত ধুয়ে দিলেন ঋতব্রত

0
3

শহর জুড়ে অনেক আগেই বেজে গিয়েছে পুরভোটের দামামা । পুর ভোটকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলির অন্দরে তুঙ্গে প্রস্তুতি । আগামী ১৯ ডিসেম্বর পুরসভার ১৪৪ টি ওয়ার্ডে পুরভোট । ভোটকে কেন্দ্র করে জোরকদমে প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলো। কলকাতা পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অয়ন চক্রবর্তী। তার সমর্থনে প্রচারে তৃণমূল শ্রমিক নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ, মণিশংকর মন্ডল, মৃত্যুঞ্জয় পাল।

ঋতব্রত বিজেপি বিরোধী লড়াই এর ডাক দেন। এদিন তিনি সিপিএম, কংগ্রেস এবং বিজেপিকে কার্যত ধুয়ে দিলেন। তিনি বলেন, বিজেপি দেশের সমস্ত রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বিক্রি করে দিচ্ছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে সংযুক্তিকরণের নামে নিজেদের আখের গোছাতে ব্যস্ত। সিপিএম, কংগ্রেস কিভাবে বিজেপিকে মদত দিচ্ছে আগের নির্বাচনগুলোতে আমরা দেখেছি। তাই উন্নয়নের স্বার্থে বাংলার উন্নয়নের জন্য তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে ২৮ নম্বর ওয়ার্ডে আইনজীবী অয়ন চক্রবর্তী কে জয়ী করার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন-Breakfast news: ব্রেকফাস্ট নিউজ
তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, এই ওয়ার্ডের বাকি কাজ আমরা শেষ করবো এই প্রতিশ্রুতি দিচ্ছি। প্রার্থীকে রেকর্ড ভোটে জেতানোর ডাক দেন তিনি।