এবার সংসদ (Parliament Winter Session) ভবনের বাইরে বিক্ষোভ দেখালেন বিজেপি (BJP) সাংসদরা। তাঁদের অভিযোগ, সংসদের কাজে বাধা দিচ্ছেন বিরোধীরা। অধিবেশনের শুরুতে বিরোধীদের বিক্ষোভের জেরে ১২ টো থেকে রাজ্যসভা(Rajya Sabha) ও লোকসভা (Lok Sabha)-এ দুপুর ২টো পর্যন্ত অধিবেশন স্থগিত হয়ে যায়।
আরও পড়ুন: Abhishek Banerjee: পুর-প্রচারে ঝড় তুলতে পথে নামছেন অভিষেক, পরপর দুদিন রোড-শো
বাদল অধিবেশনে বিশৃঙ্খলা সৃষ্টির কারণে তৃণমূল কংগ্রেস সহ মোট ১২ জন সাংসদকে শীতকালীন অধিবেশনের শুরুতেই সাসপেন্ড করা হয়। রাজ্যসভার চেয়ারপার্সন বেঙ্কাইয়া নাইডু জানিয়েছিলেন, সাংসদরা ব্যক্তিগতভাবে নিঃশর্ত ক্ষমা চাইলে তাদের সাসপেনশন তুলে নেওয়া হতে পারে। কিন্তু সাংসদরা তার করেননি। তাঁরা গান্ধীমূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ, মিছিল করেছেন। একইসঙ্গে বাকি সাংসদরা সংসদের ভিতরে বিক্ষোভ দেখাচ্ছেন।
আরও পড়ুন: Kunal Ghosh: দিলীপের “পচা গঙ্গা”র পাল্টা দিলেন কুণাল, ছাড়লেন না শুভেন্দু-শোভনকেও
বিরোধী সাংসদদের বিক্ষোভের জেরে সংসদের কাজ ব্যাহত হচ্ছে। গুরুত্বপূর্ণ বিল পাশ থেকে শুরু করে একাধিক বিষয়ে আলোচনা করাও সম্ভব হচ্ছে না। সেই কারণে এ দিন সকালে সংসদের বাইরে বিজেপির (BJP) ১২ জন সাংসদ হাতে পোস্টার নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁরা স্লোগান দিতে থাকেন, “বিরোধীদের গুণ্ডাগিরি চলবে না”।
বুধবারও লোকসভা ও রাজ্যসভায় অধিবেশনের শুরুতেই লখিমপুর কাণ্ড নিয়ে আলোচনার দাবিতে দুই কক্ষের ওয়েলে নেমে বিরোধীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন।