এমনিতেই গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার বঙ্গ বিজেপি। এরই মধ্যে হাওড়া বিজেপিতে বড়সড় ভাঙন পুরসভা নির্বাচনের আগে (Kolkata municipal election 2021)৷ শেষপর্যন্ত তৃণমূলে যোগ দিতে চলেছেন হাওড়ার বহিষ্কৃত বিজেপি নেতা সুরজিৎ সাহা৷ সব ঠিকঠাক থাকলে আগামিকাল, বৃহস্পতিবার দুপুর ৩টেয় হাওড়ার শরৎ সদনে যোগদান পর্বের অনুষ্ঠান হবে৷হাওড়া জেলা তৃণমূল সূত্রে এই খবর জানা গিয়েছে৷ পঞ্চাশের বেশি বিজেপি নেতা এবং সদস্যকে নিয়ে তৃণমূলে যোগ দিতে চলেছেন সুরজিৎ সাহা।
আরও পড়ুন- omicron variant: রাজ্যে প্রথম ওমিক্রন আক্রান্ত, মুর্শিদাবাদের ৭ বছরের শিশুকে ঘিরে চাঞ্চল্য
উল্লেখ্য, বিজেপির প্রাক্তন হাওড়া জেলা সভাপতি সুরজিৎ সাহাকে কিছুদিন আগে দল বহিষ্কার করে৷ দলবিরোধী বক্তব্য রাখার দায়ে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেয় বিজেপি৷তখন থেকেই তাঁর দলবদলের বিষয়টি নিয়ে জল্পনা চলছিল। জানা গিয়েছে, আগামিকাল তিনি হাওড়ার তৃণমূল নেতা অরূপ রায়ের হাত ধরে তৃণমূলের পতাকা তুলে নেবেন৷