Weather Forecast:শুরুতেই ঝোড়ো ব্যাটিং চালাচ্ছে শীত, মঙ্গলবার মরসুমের শীতলতম দিন

0
2

নিম্নচাপের চোখরাঙানি কাটতেই বাংলায় ফিরছে শীত। ভোরের দিকে উত্তুরে হাওয়ার কনকনানি জানান দিচ্ছে শীতের উপস্থিতি। গত সপ্তাহের শেষ থেকে পারদের পতন শুরু হয়েছিল। সোমবার তা একলাফে অনেকটাই কমেছিল। মঙ্গলবারও তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই নীচে নেমে এসেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আজই এখনও পর্যন্ত মরসুমের শীতলতম দিন।

আরও পড়ুন:Accident: দিঘা যাওয়ার পথে নয়ানজুলিতে বাস উল্টে দুর্ঘটনা, মৃত ২,জখম বহু

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে,মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ থাকবে পরিষ্কার। রোদের পাশাপাশি বইবে উত্তুরে হাওয়া। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ১৪.২ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। জেলাগুলিতে তাপমাত্রা ১২ ডিগ্রিতে নেমেছে। পশ্চিমী ঝঞ্ঝা কেটে গেলে পারদ আরও নামতে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দফতরের ৷ আগামী ২৪ ঘণ্টা অর্থাৎ ১৫ ডিসেম্বর বুধবার সকালের মধ্যে আবহাওয়া শুকনো থাকার পাশাপাশি কুয়াশার সেরকম কোনও পূর্বাভাস এখনও নেই।


সময়মতো শীতের ইনিংস শুরু হলেও, বারবার বাধা পেয়েছে তার পথচলা। বঙ্গোপসাগরে ঘণীভূত হওয়া নিম্নচাপ বাতাসে জলীয় বাস্পের উপস্থিতি বাড়িয়েছিল। যার জেরে আকাশ থেকেছে মেঘলা। স্তব্ধ হয়েছিল উত্তুরে হাওয়ার গতিপথ। স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা ছিল বেশি। কিন্তু সেই বাধা কাটতেই ফিরছে শীত। আবহাওয়া দফতর জানিয়েছে আগামী কয়েক দিন বজায় থাকবে এই ঠান্ডা। আগামী কয়েক দিনে তা আরও বাড়বে।