Mohammad Azharuddin: আজহারউদ্দিনের টুইটে আরও একবার সংবাদ শিরোনামে বিরাট-রোহিত সম্পর্ক

0
1

সরগরম ভারতীয় দলের ( Indian Team) অন্দরমহল। একদিনের ক্রিকেটের অধিনায়কত্ব থেকে বিরাট কোহলিকে( Virat kohli) সরিয়ে দিতেই, বিরাট আর রোহিতের সম্পর্ক নিয়ে একের পর এক বিতর্ক উঠে আসছে। আর এবার সেই বিতর্ক আরও জরালো করে দিল মহম্মদ আজহাউদ্দিনের একটি টুইট। বলা যায় আগুনে ঘি ঢাললেন ভারতের এই প্রাক্তন ক্রিকেটার।

এদিন প্রাক্তন এই ক্রিকেটার টুইটারে লেখেন,” বিরাট কোহলি জানিয়েছে যে, দক্ষিণ আফ্রিকার  বিরুদ্ধে একদিনের সিরিজের জন্য তাঁকে পাওয়া যাবে না। অন্যদিকে রোহিত শর্মা আসন্ন টেস্টে খেলছেন না। বিরতি নেওয়ার মধ্যে কোনও ক্ষতি নেই। কিন্তু সময়টা আরও একটু ভাল হতে পারত। এটা দু’জনের দ্বন্দের অনুমানকে আরও জোরাল করে। ক্রিকেটের অন্যদিকটার কথাও ছাড়া যাচ্ছে না।”

আর আজহারউদ্দিনের এই টুইটের পরই  বিরাট-রোহিত ইস্যু যে বেশি করে ভাবাবে, তা বলাই বাহুল্য।

গত সোমবার অনুশীলনের সময় চোট পেয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে যান রোহিত শর্মা। আর মঙ্গলবার সকালে জানা যায় ব্যক্তিগত কারণে একদিনের সিরিজ থেকে বিশ্রাম নিতে পারেন বিরাট কোহলি (Virat Kohli)। তিনি নাকি সেটা বিসিসিআই (BCCI) কর্তাদের জানিয়েও দিয়েছেন। আর এই ঘটনার পরই  ক্রিকেটমহলের একাংশের দাবি, পঞ্চাশ ওভারের ক্রিকেটের নেতৃত্ব থেকে ছেঁটে ফেলার জন্যই নাকি এমন সিদ্ধান্ত নিয়েছেন কোহলি।

আরও পড়ুন:Priyank Panchal: ‘ভারতীয় দলে সুযোগ পাব আশা করিনি’, বললেন প্রিয়াঙ্ক পাঞ্চাল