মঙ্গলবার সকালে জানা যায় ব্যক্তিগত কারণে একদিনের সিরিজ থেকে বিশ্রাম নিতে পারেন বিরাট কোহলি (Virat Kohli)। মেয়ের জন্মদিন ও পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য দক্ষিণ আফ্রিকায় (South Africa) একদিনের সিরিজ থেকে বিরতি নিতে চাইছেন বিরাট কোহলি। আর এই নিয়ে নানা জল্পনা শুরু হয়। তবে কি বিরাট কোহলি ও রোহিত শর্মার মধ্যে কোন মত বিরোধ তৈরি হয়েছে? তাই একদিনের সিরিজ থেকে নাম সরিয়ে নিচ্ছেন কোহলি? আর এবার এই নিয়ে বিসিসিআইয়ের তরফ থেকে এল বড় বার্তা। যা বিরাট-রোহিত সম্পর্কের জল্পনাগুলিকে উড়িয়ে দেয়।
এদিন এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে বিসিসিআইয়ের এক আধিকারিক জানিয়েছেন, এখনও অবধি সরকারিভাবে বিরতির কোনও আবেদন করেননি বিরাট কোহলি। এখনও অবধি, বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি বা সচিব জয় শাহের কাছে বিরাট কোহলি কোনও সরকারি আবেদন করেননি একদিনের ক্রিকেট থেকে বিরতি নেওয়ার জন্য। পরবর্তীকালে যদি কোনও সিদ্ধান্ত আসে আগামী দিনে বা ঈশ্বর না করুন, যদি কোনও চোট লাগে, তাহলে পরিস্থিতি আলাদা হতে পারে। এখনও অবধি যা দাঁড়িয়ে আছে, উনি জানুয়ারির ১৯, ২১ ও ২৩ তারিখে তিনটি একদিনের ম্যাচ খেলবেন।”
আরও পড়ুন:Bengal: কনার্টকের বিরুদ্ধে জয় পেয়েও বিজয় হাজারে ট্রফির নক আউট পর্বে পৌঁছতে পারল না বাংলা














































































































































