Bengal: কনার্টকের বিরুদ্ধে জয় পেয়েও বিজয় হাজারে ট্রফির নক আউট পর্বে পৌঁছতে পারল না বাংলা

0
1

কনার্টকের( Karnataka) বিরুদ্ধে জয় পেয়েও বিজয় হাজারে ট্রফির ( Vijay Hazare Trophy) নক আউট পর্বে পৌঁছতে পারল না বাংলা ( Bengal)। মঙ্গলবার কর্নাটকের বিরুদ্ধে ৪ উইকেটে জেতেন সুদীপ চট্টোপাধ্যায়ের দল। কিন্তু এই জয়ের পরেও নক আউটে যাওয়া হল না বাংলার। কারণ রান রেট। যেহেতু পন্ডিচেরি মুম্বইকে হারিয়েছে, আর তামিলনাড়ুকে হারিয়েছে বরোদা। তাই রান নেটের কারণে বেরিয়ে গেল বাংলা।

ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে ব‍্যাট করতে নামে মণিশ পান্ডের কর্নাটক। প্রথমে ব‍্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ২৫২ রান তোলে কর্নাটক। কর্নাটকের হয়ে দুরন্ত ব‍্যাটিং করেন অধিনায়ক মণিশ পান্ডে। ৯০ রান করেন তিনি। করুন নায়ার করেন ২৫ রান। বাংলার হয়ে চার উইকেট নেন প্রদিপ্ত প্রামানিক। ২ উইকেট নেন ঋত্বিক চট্টোপাধ্যায়। একটি করে উইকেট নেন আকাশদীপ এবং শাহবাজ আহমেদ।

জবাবে ব‍্যাট করতে নেমে জয় তুলে নেয় বাংলা। সৌজন্যে অধিনায়ক সুদীপ চট্টোপাধ্যায় ও ব্যাটার ঋত্বিক রায়চৌধুরী। সুদীপ করেন ৬৩ রান। এবং ঋত্বিক করেন ৪৯ রান। শাহবাজ আহমেদ করেন ২৬ রান। ২২ রান করেন শুভঙ্কর।

বাংলা এই জয় পেলেও রান রেটের জেরে শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে ওঠে তামিলনাড়ু।

আরও পড়ুন:Mohammad Azharuddin: আজহারউদ্দিনের টুইটে আরও একবার সংবাদ শিরোনামে বিরাট-রোহিত সম্পর্ক