মেয়াদ শেষ হওয়ার অনেকটা আগেই দুর্গাপুর পুর নিগমের মেয়র পদ থেকে ইস্তফা দিলেন দিলীপ অগস্তি। তাঁর ইস্তফাপত্র গৃহীত হয়েছে বলে দুর্গাপুর তৃণমূল সূত্রে জানা গিয়েছে। এ নিয়ে মঙ্গলবার জরুরি বৈঠকে বসতে চলেছে শাসকদল। মনে করা হচ্ছে, ওই দিনই পরবর্তী মেয়র কে হবেন তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
দুর্গাপুর তৃণমূলের একাংশ সূত্রে খবর, মাস খানেক আগেই দুর্গাপুর পুর নিগমের মেয়র পদ থেকে ইস্তফা দিতে চেয়েছিলেন দিলীপ। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীকেও তিনি এ কথা জানিয়েছিলেন বলে জোড়াফুল শিবিরের একাংশের বক্তব্য।
শারীরিক অবস্থার কারণেই মেয়র পদ থেকে সরে যেতে চাইছিলেন সত্তরোর্ধ্ব ওই প্রাক্তন ডব্লিউবিসিএস আধিকারিক। তাঁর ইস্তফাপত্র গৃহীত হয়েছে সোমবার। এ কথা জানিয়েছেন তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি বিধান উপাধ্যায়।
মঙ্গলবার সকালে তৃণমূলের পাঁচগাছিয়া এলাকার কার্যালয়ে একটি জরুরি বৈঠক ডাকা হয়েছে। সেখানেই নতুন মেয়র কে হবেন তা স্থির হওয়ার সম্ভাবনা রয়েছে। দুর্গাপুরের প্রাক্তন বিধায়ক অপূর্ব মুখোপাধ্যায়ের স্ত্রী অনিন্দিতা মুখোপাধ্যায় বর্তমানে ওই পুরনিগমের ডেপুটি মেয়র। তাঁকে দায়িত্ব দেওয়া হতে পারে বলে জল্পনা।
২০১৭ সালে দুর্গাপুর নগর নিগমের ভোটে অরাজনৈতিক ব্যাক্তিত্ব হিসেবে দিলীপ অগস্তিকে নগর নিগমের ১১ নম্বর ওয়ার্ড থেকে জিতিয়ে আনা হয়। মেয়র হিসেবে শপথ নেন প্রাক্তন আমলা দিলীপ অগস্তি।