রোদে-জলে-শীতে এক বছরের বেশি সময় দাবি আদায়ে খোলা আকাশের নীচে বসেছিলেন কৃষকরা। বিতর্কিত কৃষি আইন তোলার দাবিতে আন্দোলনে মৃত্যু হয়েছে ৭০০ কৃষকের। সেই প্রাণের বিনিময়ে শেষ পর্যন্ত আইন প্রত্যাহারের বাধ্য হয়েছে কেন্দ্রীয় সরকার। এখন হঠাৎ করে কোনও ইস্যু ছাড়াই সিঙ্গুরে (Singur) কৃষকদের খেপিয়ে শান্ত পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করছে বিজেপি (Bjp)।
মঙ্গলবার, সকাল থেকে এলাকায় উত্তেজনা সৃষ্টির চেষ্টা করে গেরুয়া শিবির। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে বন্ধ করে ধর্না-অবস্থান চলবে না- এই শর্তে বিজেপিকে সিঙ্গুরে ধর্নার অনুমতি দিয়েছে হুগলি (Hoogli) জেলা পুলিশ। একইসঙ্গে বলা হয়েছে, মঞ্চে ৫০ থেকে ৬০ জনের বেশি লোক থাকতে পারবে না। কী বিজেপির এই ধর্নার ইস্যু স্পষ্ট নয়। কৃষক স্বার্থকে সামনে রেখেই এই ধর্নার ডাক দিয়েছেন বলে জানান বিজেপি নেতৃত্ব। কিন্তু কেন্দ্রের থেকেও বেশি হারে কৃষকবন্ধু প্রকল্পে ভাতা দেওয়া হয়। রয়েছে বিনামূল্যে রেশন ও স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা। তাহলে ধর্নার উদ্দেশ্য কী? তৃণমূল নেতৃত্বের মতে, পুরভোটে হারবে বুঝতে পেরে এখন নজর এড়াতে চেষ্টা করছে বিজেপি। সিঙ্গুর এভাবে দখল করা যায় না। কৃষকদের স্বার্থ দেখে না কেন্দ্রে বিজেপি সরকার এখন রাজ্যের সুষ্ঠু পরিবেশকে অযথা অশান্ত করার চেষ্টা করছে।
আরও পড়ুন-কলকাতা পুরনির্বাচনের সমস্ত বুথে সিসিটিভি ব্যবহারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট
বেলা একটা থেকে সিঙ্গুরে ধর্না কর্মসূচি শুরু করে BJP-র কিসান মোর্চা। যান বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ধর্না মঞ্চে ছিলেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, সায়ন্তন বসুরা। তবে বিজেপির এই ধর্নায় সামিল হননি সিঙ্গুরের (Singur) স্থানীয় কৃষকরা।