জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে পুলিশের বাসে এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। সোমবারের এই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয় ASI-সহ আরও ১ জন। জখম হন আরও ১২ জন। ঘটনার তীব্র নিন্দা করে ট্যুইট করেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। হামলায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ট্যুইট করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে শহীদদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে জঙ্গি হামলার পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
PM @narendramodi has sought details on the terror attack in Jammu and Kashmir. He has also expressed condolences to the families of those security personnel who have been martyred in the attack.
— PMO India (@PMOIndia) December 13, 2021
এদিকে উপত্যকায় জঙ্গি হামলায় শহিদ পুলিশকর্মীদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ট্যুইট করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ট্যুইট তিনি লেখেন, ‘দেশ সন্ত্রাসবাদীদের থেকে মুক্ত হোক’। এনিয়ে লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী উপত্যকায় একের পর এক জঙ্গি হামলার প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের নীতির সমালোচনা করেন। জানা গেছে, জঙ্গিরা যেখানে হামলা চালায়, তার কাছেই নিরাপত্তাবাহিনীর একাধিক শিবির-সহ নানা সরকারি দফতর রয়েছে। কড়া নিরাপত্তার ঘেরাটোপে থাকা ওই অঞ্চলে কী ভাবে জঙ্গিরা হামলা চালিয়ে পালিয়ে গেল, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে বিরোধীরা।
#Srinagar में शहीद हुए जवानों के परिवारों को मेरी शोक संवेदनाएँ। घायलों के जल्द स्वस्थ होने की कामना करता हूँ।
पूरा देश चाहता है कि इस सुंदर वादी में अमन-शांति हो, आतंक का अंत हो।
— Rahul Gandhi (@RahulGandhi) December 13, 2021
প্রসঙ্গত, সোমবার জম্মু কাশ্মীরের শ্রীনগরে পুলিশ বাসে হামলা চালায় জঙ্গিরা। সূত্রের খবর, বাসটিতে সশস্ত্র পুলিশ বাহিনীর ৯ নম্বর ব্যাটালিয়নের সদস্যরা ছিলেন। বিকেল ৫টা ৫০ মিনিটে জাতীয় সড়কের কাছেই বাসটির উপর অতর্কিতে গুলিবর্ষণ শুরু করে জঙ্গিরা। সূত্রের খবর, পুলিশকর্মী বোঝাই বাসের ছাদে উঠে এক জঙ্গি স্বয়ংক্রিয় রাইফেল থেকে গুলিবর্ষণ করে। জঙ্গিরা যেখানে হামলা চালায়, সেখান থেকে কয়েক কিলোমিটার দূরেই রয়েছে বাদামিবাগ আর্মি ক্যান্টনমেন্ট। হামলার খবর পাওয়া মাত্রই, ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলেন জওয়ানরা। আপাতত জঙ্গিদের খোঁজে তল্লাশি জারি রয়েছে।