গতকালই চোটের কারণে দক্ষিণ আফ্রিকা( South Africa) টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছে রোহিত শর্মা( Rohit Sharma)। আর এবার যা খবর, দক্ষিণ আফ্রিকা একদিনের সিরিজ থেকে সরে দাঁড়ালেন বিরাট কোহলি( Virat Kohli)। সূত্রের খবর, মেয়ে ভামিকার প্রথম জন্মদিন। আর তাই পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন কোহলি। এছাড়াও জানা যাচ্ছে যে ইতিমধ্যেই নাকি বিসিসিআইয়ের ( BCCI) কাছে জানিয়েছেন কোহলি।
এক সংবাদসংস্থার খবর অনুযায়ী, বেশ কয়েক দিন আগে বিসিসিআইকে জানিয় ছিলেন কোহলি, যে তিনি পরিবারের সঙ্গে সময় কাটাতে চান তিনি। আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিলেন মেয়ের প্রথম জন্মদিনে পরিবারের সঙ্গে সময় কাটাবেন তিনি। ১১ জানুয়ারি প্রথম বছরে পা দেবে বিরাট কন্যা। ভারতের শেষ টেস্ট শুরু হচ্ছে সে দিনই। শেষ হবে ১৫ জানুয়ারি। ১৯ জানুয়ারি থেকে শুরু এক দিনের সিরিজ। টেস্ট সিরিজ শেষ হলে পরিবারের সঙ্গে ছুটি কাটানোর পরিকল্পনা রয়েছে বিরাট কোহলির।
আর বিরাট কোহলির একদিনের সরে দাঁড়ানোর খবর আসতে জোর জল্পনা, শুধুই কি মেয়ের জন্মদিন বলে এক দিনের সিরিজ খেলবেন না কোহলি? নাকি এর পিছনে রয়েছে অন্য কারণ? এর কারণ, স্বেচ্ছায় টি-২০ দলের অধিনায়কত্ব ছাড়লেও এক দিনের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয় বিরাটকে। অধিনায়ক করা হয় রোহিতকে। আসন্ন দক্ষিণ আফ্রিকা একদিনের সিরিজ থেকে দলের নেতৃত্ব দেবেন রোহিত। আর এরপরই বিরাটের সিরিজ না খেলার সিদ্ধান্ত জল্পনা শুরু হয়েছে ক্রিকেট মহলে।
আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস














































































































































