Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

0
1

১) প্রযুক্তিগত গণ্ডগোলের জেরে  বাতিল হয়ে গেল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ড্র। যার ফলে লিয়োনেল মেসির পিএসজির মুখোমুখি হচ্ছে না রোনাল্ডোর ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। সোমবার হয়েছিল চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬-র ড্র।

২) দক্ষিণ আফ্রিকা সিরিজের আগেই বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে। চোটের কারণে তিন টেস্টের সিরিজ থেকে ছিটকে গেলেন রোহিত শর্মা। সোমবার এমনটাই জানান হল বিসিসিআইয়ের তরফ থেকে। রোহিতের জায়গায় দলে এলেন প্রীয়াঙ্ক পাঞ্চাল।

৩) দলের খেলায় বিরক্ত ইস্টবেঙ্গল কোচ মানোলো দিয়াজ। বললেন,’এখনও অনেক পরিশ্রম করতে হবে ইস্টবেঙ্গলকে। এই রকম খেললে দলের পক্ষে এই মরশুমে জেতা সম্ভব নয়।’

৪) নেতৃত্ব পাওয়ার পর বিরাট কোহলির প্রশংসায় রোহিত শর্মা। বললেন, ‘বিরাট কোহলি দলকে এমন জায়গায় এনেছে যেখান থেকে পিছনের দিকে তাকানোর কোনও জায়গা নেই’।

৫) শুধু ঘড়ি নয়, অসম থেকে পাওয়া গেল মারদোনার চুরি হয়ে যাওয়া আইপ্যাডও। ওয়াজিদ হুসেন নামের এক ব্যক্তি কাছ থেকে পাওয়া যায় সেই ঘড়ি। অসম পুলিশ সূত্রে খবর, এই ব‍্যক্তির কাছ থেকেই পাওয়া যায় সোনালি হাতঘড়ি, একটি আইপ্যাড-সহ অনেক কিছু।

আরও পড়ুন:Horoscope: কেমন যাবে আজকের দিন