Afghanistan cricket: মার্চ মাসে ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলবে আফগানিস্তান, জানাল আফগান ক্রিকেট বোর্ড

0
3

আগামী বছর মার্চ মাসে ভারতের ( India) বিরুদ্ধে একদিনের( ODI) সিরিজ খেলবে আফগানিস্তান( Afghanistan)। মঙ্গলবার ২০২২ ও ২০২৩ সালের ক্রীড়াসূচি প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড ( Afghanistan Cricket Board)। আর সেখানেই দেখা যাচ্ছে মার্চ মাসে বিরাট কোহলি( Virat Kohli), রোহিত শর্মাদের ( Rohit Sharma) বিরুদ্ধে তিন ম‍‍্যাচের সিরিজ খেলবে রশিদ খানরা( Rashid Khan)।

২০২২ ও ২০২৩ সালের ক্রীড়াসূচি প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। ২০২২ সালে ফেব্রুয়ারি-মার্চ মাসে বাংলাদেশ সফরে যাবেন আফগানিস্তান। বাংলাদেশের বিরুদ্ধে তিনটি এক দিনের ম্যাচ এবং দু’টি টি-২০ খেলবে তারা। আর সেই সিরিজের পরে সেখান থেকে সরাসরি ভারতে চলে আসবে আফগানিস্তান ক্রিকেট দল।

আফগানিস্তান ক্রিকেট বোর্ড যে সূচি বার করেছে, তাতে দেখা যাচ্ছে, তাতে আগামী বছর ভারত, বাংলাদেশ ছাড়াও অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, জিম্বাবোয়ে, আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলবে রশিদ খানরা। তার মধ্যে নেদারল্যান্ডস ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে খেলবেন তাঁরা।

আরও পড়ুন:Virat kohli: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজ নাও খেলতে পারেন বিরাট: সূত্র