ওমিক্রন আক্রান্ত নন ব্রিটেন ফেরত কোভিড পজিটিভ রোগী

0
1

রাজ্যবাসীর জন্য স্বস্তির খবর। ওমিক্রন থাবা বসায়নি ব্রিটেন ফেরত কোভিড পজিটিভ রোগীর দেহে। শুক্রবার রাতে কলকাতা বিমানবন্দরে অবতরণ করেন কলকাতার বাসিন্দা ১৮ বছরের এক তরুণী। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী তাঁর RT-PCR টেস্ট করা হয় এবং রিপোর্ট পজিটিভ আসে। এরপরেই ছড়িয়ে পড়ে চাঞ্চল্য।তিনি করোনার কোন স্ট্রেনে আক্রান্ত, তা জানতে তড়িঘড়ি তাঁর লালারসের নমুনা জিনোম সিকোয়েন্সিং-এর জন্য ল্যাবে পাঠানো হয়।

আরও পড়ুন- Miss Universe:হারনাজের হাত ধরে ২১ বছর পর ফের মিস ইউনিভার্সের খেতাব পেল ভারত

সোমবার  সকালেই পাওয়া গিয়েছে রিপোর্ট। রাজ্য স্বাস্থ্য দফতর জানিয়েছে, ওই তরুণী ডেল্টা প্লাসে আক্রান্ত। আপাতত তিনি বেলেঘাটা ID হাসপাতালে চিকিৎসাধীন। ওই তরুণীর শরীরে সেভাবে করোনার বিশেষ কোনও উপসর্গ নেই বলেই জানা গিয়েছে।