ফের তৃণমূলের (TMC) হয়ে রাজনৈতিক প্রচারে বাংলার জনপ্রিয় সংগীত শিল্পী (Singer) নচিকেতা চক্রবর্তী (Nachiketa Chakraborty) সোমবার কলকাতা পুরভোটে (KMC Election) ১০১ নম্বর ওয়ার্ডের তরুণ প্রার্থী বিদায়ী কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তের (Bappaditya Dasgupta) হয়ে পাটুলি (Patuli) থানা সামনে থেকে এক বর্ণাঢ্য রোড-শো’তে অংশ নেন নচিকেতা। শিল্পী নিজেকে মমতা বন্দ্যোপাধ্যাযয়ের (Mamata Banerjee) কট্টর সমর্থক এবং ক্যাডার বলে দাবি করেন। খুব স্বাভাবিক ভাবেই তিনি তৃণমূল প্রার্থীর প্রচারে।
নচিকেতা বলেন, “আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় সমর্থক। তাঁর দলের হয়ে প্রচার করবো, মানুষকে ভোট দিতে বলবো সেটাই স্বাভাবিক। আর বাপ্পার সঙ্গে আমার দীর্ঘদিনের সুসম্পর্ক। ও আমাকে খুব ভালবাসে। আমিও ভালবাসি। ওর হয়ে আজ প্রচারে এলাম। ওর খুব বড় ভক্ত আমি। বাপ্পা ওয়ার্ডের জন্য যে কাজগুলি করেছে সত্যি তা অতুলনীয়। আমার বিশ্বাস, এবার বাপ্পার ভোটের মার্জিন আরও বাড়বে। দৃষ্টান্তমূলক ভোটে জিতবে ও। ওয়ার্ডে আমার নামে একটি কফি শপ খুলেছে। ওকে ধন্যবাদ জানাবার ভাষা পাচ্ছি না আমি।”


এবার কলকাতা পুরভোটের শুধু শাসক তৃণমূল প্রার্থীদের প্রচার দেখা গিয়েছে। সেভাবে বিজেপি (BJP) সহ বিরোধীদের খুঁজে পাওয়া যায়নি। কিন্তু হঠাৎ শেষ ল্যাপে এসে বিজেপি ফের তাদের পুরনো স্টাইলে ধর্মের নামে বিভাজনের চেষ্টা করছে বলে অভিযোগ। এ প্রসঙ্গে নচিকেতা গেরুয়া শিবিরকে কটাক্ষ করে বলেন, “ওদের আসলে কোনওদিন কোনও কর্মসূচি ছিল না। ওদের ধর্মসূচি আছে। তাই ভোটের আগে মানুষে মানুষে বিভেদ তৈরি করার চেষ্টা করছে। যাঁরা নচিকেতার গান শোনেন, তাঁরা কখনই ধর্মের নামে বিভাজিত হবেন না বলেই বিশ্বাস করি।”

প্রসঙ্গত, বাপ্পাদিত্য দাসগুপ্তর সমর্থনে এবং তাঁর কাজের খতিয়ান তুলে ধরে নচিকেতা চক্রবর্তী একটি গানও প্রকাশ করেছেন। যা খুব জনপ্রিয় হয়েছে। এবং প্রার্থী নিজে তাঁর প্রচারে নচিকেতার গানটি এনেছেন।
এদিন নচিকেতার পাশাপাশি রোড-শোতে অংশ নিয়েছিলেন অভিনেত্রী (Actress) তথা তৃণমূলের রাজ্য সম্পাদক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)। ১০১ নম্বর ওয়ার্ডের মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া দেখে আপ্লুত সায়ন্তিকা। তিনি বলেন, “বাপ্পাদা কাজের মানুষ। অনেক কাজ করেছেন। ভবিষ্যতেও করবেন। তাই আবার মানুষ ওনাকে কাজের সুযোগ করে দেবেন। গোটা রাজ্য জুড়ে মানুষ তৃণমূলের উন্নয়ন দেখেছে। কলকাতার উন্নয়ন দেখেছে। আগামী দিনে তৃণমূলের কর্মসূচি দশদিগন্ত নামে প্রকাশ করেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মানুষ উন্নয়নের পক্ষেই ভোট দেবেন।”

সম্প্রতি, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়া থেকে দলের কর্মসূচি সেরে কলকাতা ফেরার পথে পথ দুর্ঘটনার কবলে পড়ে জখম হয়েছিলেন। সায়ন্তিকা জানালেন, এখন সম্পূর্ণ সুস্থ তিনি। মানুষের আশীর্বাদে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন।

বাপ্পাদিত্য দাশগুপ্ত সমর্থনে এদিন রোড-শোতে অংশ নিয়েছিলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। বর্ণাঢ্য প্রচারে পুষ্পবৃষ্টি থেকে শুরু করে মহিলাদের স্বতঃস্ফূর্ত সাড়া দেখে পার্থবাবু বলেন, “সবই মমতা ম্যাজিক।”
আরও পড়ুন:Goa: বেটি বাঁচাও-এর বিজ্ঞাপনের খরচ নিয়ে মোদি সরকারকে ধুয়ে দিলেন মমতা











































































































































