লিলুয়ায় বিদ্যুৎ পর্ষদের পাওয়ার হাউসে বিধ্বংসী অগ্নিকাণ্ড। সোমবার রাতে হঠাৎ করে আগুন লেগে যায় লিলুয়ার বিদ্যুৎ পর্ষদের পাওয়ার হাউসে। তবে ঠিক কী কারনে আগুন লাগে তা এখনও স্পষ্ট নয়। হতাহতের খবরও মেলেনি এখনও অবধি।
সোমবার রাতে হঠাৎ করেই আগুন লাগে লিলুয়ার বিদ্যুৎ পর্ষদের পাওয়ার হাউসে। দ্রুত ছড়িয়ে পড়তে থাকে আগুন। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। এখনও দাওদাও করে জ্বলছে আগুন। হাওয়ার দাপটে দ্রুত ছড়াচ্ছে আগুন। আগুনের লেলিহান শিখাকে নিয়ন্ত্রণে আনতে দমকলের ১০টি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে। পাশেই রয়েছে মোমবাতির কারখানা। সেখানে যাতে আগুন ছড়িয়ে পড়তে না পারে সেই চেষ্টা করছেন দমকলের আধিকারিকরা। পরিস্থিতি মোকাবিলায় গোটা লিলুয়া এলাকায় বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখা হয়েছে। এদিকে পাওয়ার হাউসে অগ্নিকাণ্ডের জেরে অন্ধকারে ডুবে গিয়েছে গোটা লিলুয়া। ওই এলাকায় প্রচুর কারখানা রয়েছে।
আরও পড়ুন- পুলওয়ামা স্মৃতি ফিরিয়ে শ্রীনগরে পুলিশ বাসে জঙ্গি হামলা, মৃত ৩, আহত ১৪