Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

0
1

১) এগিয়ে থেকেও কেরলা ব্লাস্টার্সের সঙ্গে ১-১ গোলে ড্র করল এসসি ইস্টবেঙ্গল। রবিবার লাল-হলুদের হয়ে একমাত্র গোলটি করেন টমিস্লাভ মরসেলা। এই ড্র-এরে ফলে ৬ ম‍্যাচে ৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে লাস্ট বয় মানোলো দিয়াজের দল।

২) বিজয় হাজারে ট্রফিতে জয়ে ফিরল বাংলা। রবিবার শক্তিশালী মুম্বইকে ৬৭ রানে ভিজেডি প্রক্রিয়ায় জিতল সুদীপ চট্টোপাধ্যায়ের দল। বাংলার হয়ে দুরন্ত ব‍্যাটিং অনুষ্টুপ মজুমদার, শাহবাজ আহমেদের। এই জয় পেলেও, নকআউটে যাওয়ার রাস্তা এখনও কঠিণ বাংলার কাছে। এর কারণ বাংলার দুর্বল রান রেট।

৩) দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগে নতুন দায়িত্ব পাওয়ার পর এক অভিনব বার্তা দিলেন রোহিত শর্মা। তিনি বললেন,দলের ক্রিকেটারদের মধ্যে যেন একটা মজবুত বন্ধন থাকে, আমি আমার দলের ক্রিকেটারদের উদ্দেশে এই কথাই বলতে চাই।

৪) পাকিস্তানের বিরুদ্ধে সফর শুরু করার আগে ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ । করোনায় আক্রান্ত হলেন ওয়েস্ট ইন্ডিজের তিন ক্রিকেটার। এছাড়াও দলের একজন নন-কোচিং কর্মীও করোনায় আক্রান্ত হয়েছেন। এরফলে ১৩ তারিখে শুরু হওয়া সফর থেকে ছিটকে গেলেন এই তিন ক্রিকেটার।

৫) কেন বিরাট কোহলিকে সরিয়ে নেতা রোহিত শর্মা? আসল কারণ জানালেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। আর এক্ষেত্রে কোহলির থেকে রোহিতকে অধিনায়ক করার পিছনে ট্রফি জয়ের রেকর্ডকেই তুলে ধরলেন বিসিসিআই প্রেসিডেন্ট।

আরও পড়ুন:Breakfast news: ব্রেকফাস্ট নিউজ