Sourav Ganguly: আবারও বিরাট প্রসঙ্গে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়

0
2

বুধবারই এক দিনের ক্রিকেটে ভারতীয় ( India Team) দলের অধিনায়ক হিসাবে নিযুক্ত হয়েছেন রোহিত শর্মা ( Rohit Sharma)। একদিনের ক্রিকেটে অধিনায়কত্ব থেকে বাদ পড়েছেন বিরাট কোহলি( Virat Kohli)। বিরাট কোহলির বাদ পড়া নিয়ে আরও একবার মুখ খুললেন বিসিসিআই প্রেসিডেন্ট( Bcci President) সৌরভ গঙ্গোপাধ্যায়( Sourav Ganguly)। বললেন, কোহলির সঙ্গে তাঁর কথাও হয়েছে। কোথাও কোনও সমস্যা নেই।

এদিন এক সাক্ষাৎকারে সৌরভ বলেন,” দল নির্বাচনের পরে বিরাটের সঙ্গে অবশ্যই কথা হয়েছে। ওর সঙ্গে কথা বলে মনে হল, কোথাও কোনও সমস্যা নেই। সব কিছু ঠিক আছে।”

হঠাৎই কেন অধিনায়কত্ব থেকে সরানো হল বিরাট কোহলিকে? তা নিয়ে আরও একবার সৌরভ বলেন,”এটা মোটামুটি নিশ্চিত ছিল, সাদা বলের ক্রিকেটে আমরা দু’ জন ভিন্ন অধিনায়ক রাখব না। সেই কারণেই রোহিতকে এক দিনের ক্রিকেটেও অধিনায়ক করা হয়েছে। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতেই হত।”

আরও পড়ুন:Bengal: বিজয় হাজারের ট্রফিতে আবারও হার বাংলার, তামিলনাড়ুর কাছে ১৪৬ রানের হারল সুদীপ চট্টোপাধ্যায়ের দল