Governor: করোনা তাড়াতে বাঁটুলকে দরকার: ধনকড়-সাক্ষাতে সরস মন্তব্য নারায়ণ দেবনাথের

0
2

বাঁটুলকে দিয়ে এবার করোনা তাড়াতে হবে- রাজ্যপাল জগদীপ ধনকড়কে (Jagdeep Dhankar) এই সরস মন্তব্য করেন বিখ্যাত কার্টুনিস্ট পদ্মশ্রী নারায়ণ দেবনাথ (Narayan Debnath)। শনিবার, সস্ত্রীক কার্টুনিস্টের শিবপুরে বাড়িতে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন রাজ্যপাল। তবে দুবছর হয়ে গেল পদ্মশ্রী পেয়েছেন নারায়ণ দেবনাথ। সে পুরস্কার আজও হাতে পাননি তিনি। সে বিষয়ে কোনও কথাই বলেননি ধনকড়।

বাঁটুল দি গ্রেট, হাঁদাভোঁদা, নন্টে ফন্টের মতো চরিত্রের স্রষ্টা নারায়ণ দেবনাথ। ৯৮ বছর বয়সী বিখ্যাত কার্টুনিস্ট বার্ধক্যজনিত রোগে শয্যাশায়ী। তবে, তাঁর মন এখনও সতেজ। বছর তিনেক আর আঁকতে পারছেন না।

কার্টুনিস্টের (Cartoonist) জন্য ফুলের তোড়া, কেক নিয়ে যান। বেশ কিছুক্ষণ কথাও বলেন। পরে রাজ্যপাল বলেন, প্রবীণ শিল্পীর থেকে আশীর্বাদ নিতে এসেছেন। তিনি তাঁর সৃষ্টির মাধ্যমে সমাজ এবং দেশের সেবা করেছেন। তিনি যে হাতে এখনও পদ্মশ্রী পাননি। তা রাজ্যপাল জানেন না বলে মন্তব্য করেন ধনকড়।

নারায়ণ দেবনাথের ব্যক্তিগত চিকিৎসক ও পরিবারের লোকজনের কাছ থেকে তাঁর স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নেন রাজ্যপাল। তবে নরেন্দ্র মোদির প্রতি পূর্ণ শ্রদ্ধা জানিয়েই সিপিআইএম (Cpim) এবং কংগ্রেস (Congress) দুজনেই রাজ্যপালের এই সাক্ষাৎ নিয়ে কটাক্ষ করেছে। তাদের মত, খবরে থাকার জন্যই এইভাবে দেখা করেছেন ধনকড়। সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী বলেন, এটা ওনার কাজ নয়। কংগ্রেস নেতা ঋজু ঘোষালের মতে, নারায়ণ দেবনাথের পাশে থাকার বদলে ধনকড় যদি বাংলার মানুষের পাশে থাকার কথা বলতেন, তাহলে প্রবীণ কার্টুনিস্ট বেশি খুশি হতেন।

আরও পড়ুন:মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবকে রাজভবনে জরুরি তলব করলেন রাজ্যপাল