মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবকে রাজভবনে জরুরি তলব করলেন রাজ্যপাল

0
1

রাজ্য ও রাজ্যপালের লাগাতার সংঘাতের আবহেই এবার রাজ্যের মুখ্যসচিব(Chief secretary) ও স্বরাষ্ট্র সচিবকে(Home secretary) রাজভবনে ডেকে পাঠালেন রাজ্যপাল জগদীপ ধনকড়(Jagdeep Dhankar)। শনিবার বিকেল পাঁচটার মধ্যে মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী(HariKrishna Dwivedi) ও স্বরাষ্ট্র সচিব বিপি গোপালিকাকে রাজভবনে তলব করা হয়েছে। এদিন টুইট করে এই তথ্য প্রকাশ্যে এনেছেন রাজ্যপাল নিজেই।

যদিও কী বিষয়ে আলোচনার জন্য এই দুই শীর্ষ আধিকারিককে ডাকা হয়েছে সে বিষয়ে স্পষ্ট ইঙ্গিত না দিলেও অনুমান করা হচ্ছে পুরভোট সংক্রান্ত বিষয় নিয়ে এদিন রাজ্যের মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবের সঙ্গে কথা বলতে পারেন রাজ্যপাল জগদীপ ধনকড়। উল্লেখ্য, বিএসএফের এক্তিয়ার বৃদ্ধি প্রসঙ্গে সম্প্রতি কেন্দ্রীয় সরকারের বিরোধিতায় সরব হয়েছে রাজ্য সরকার। এদিকে সরকারের এহেন বিরোধিতার পাল্টা তোপ দেগেছেন রাজ্যপাল। পাশাপাশি, গতকাল মানবাধিকার দিবসে রাজ‍্যকে নিশানায় নিয়ে তিনি লিখেছিলেন, এই রাজ‍্যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা চরমে পৌঁছেছে। যদিও রাজ্যপালের এই সকল মন্তব্য চূড়ান্ত বিরোধিতা করেছে তৃণমূল। পাশাপাশি স্পষ্ট ভাষায় জানানো হয়েছে রাজ্যপাল জগদীপ ধনকড় বিজেপির হয়ে কাজ করছেন এই রাজ্যে। এই সকল পরিস্থিতির মাঝেই রাজ্যের দুই আধিকারিককে রাজ্যপালের তলব তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল।