Shootout Followup: পুলিশ হেফাজতে রিজেন্ট পার্ক গুলিকাণ্ডে ধৃতরা

0
3

রিজেন্ট পার্কে শুটআউটের (Shootout) ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে ৮। গভীর রাতে তল্লাশি চালিয়ে আরও ৬ জনকে গ্রেফতার করে লালবাজার (Lalbazar) গুন্ডাদমন শাখা। ধৃত ৩ জন পঙ্কজ সাহার গোষ্ঠীর। বাকি ৩ জন বাকি। ৩ জন  ভিক্টরের অনুগামী। ধৃতদের বিরুদ্ধে কলকাতা পুলিশের একাধিক থানায় মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। একাধিক মামলায় ধৃতদের ৫ জনকে শনিবার ব্যাঙ্কশাল কোর্টে পেশ করা হয়। একজনকে পেশ করা হয় শিয়ালদা কোর্টে। ৩ জনকে ২০ তারিখ পর্যন্ত ও ২ জনকে ১৭ তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেয় ব্যাঙ্কশাল কোর্টের। একজনকে ১৫  তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ শিয়ালদা কোর্টের।

রিজেন্ট পার্কে কনস্ট্রাকশন ব্যবসার দলাদলির জেরে সাতসকালে গুলি চলে। ঘটনায় গুরুতর আহত হন দুজন। ভাগ নিয়ে বচসার জেরে গুলি বলে প্রাথমিক তদন্তের পর অনুমান পুলিশের। তারপর থেকেই লাগাতার তল্লাশি চালিয়ে অভিযুক্তদের পাকড়াও করছে পুলিশ।

আরও পড়ুন- Maradona: অসম থেকে উদ্ধার হল মারাদোনার চুরি যাওয়া ঘড়ি