Atk Mohunbagan: চেন্নাইয়ান এফসির সঙ্গে ১-১ গোলে ড্র এটিকে মোহনবাগানের

0
2

শনিবার আইএসএলে(ISL) চেন্নাইয়ান এফসির( Chennaiyin fc) সঙ্গে ১-১ গোলে ড্র করল এটিকে মোহনবাগান ( Atk Mohunbagan)। বাগানের একমাত্র গোল লিস্টন কোলোসোর। পরপর দুই ম্যাচে হারের পর অবশেষে এক পয়েন্ট ঘরে তুলল হাবাসের দল।

এদিন ম‍্যাচে শুরু থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। ম‍্যাচের ১৮ মিনিটে গোল করে বাগানকে এগিয়ে দেন লিস্টন কোলোসো। এরপরই পাল্টা আক্রমণ চালায় চেন্নাইয়ান এফসি। ম‍্যাচের ৪৫ মিনিটে গোল শোধ করে চেন্নাইয়ান। ডিফেন্সের দূর্বল ক্লিয়ারেন্সে বল পেয়ে গোল করেন ভ্লাদিমির কোমান।

এরপর দ্বিতীয়ার্ধে চলে দুই দলের সমানে সমানে লড়াই। ম‍্যাচে একাধিকবার এটিকে মোহনবাগানের ডিফেন্সকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলে দেয় চেন্নাইনের আক্রমণভাগ। তবে রয় কৃষ্ণা ও হুগো বৌমোসের নেতৃত্বে সু্যোগ তৈরি করতে থাকে সবুজ মেরুণ ব্রিগেড। আর এর জেরে খেলা ড্রতেই থেকে যায়।

আরও পড়ুন:Sourav Ganguly: আবারও বিরাট প্রসঙ্গে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়