আগামী সপ্তাহ থেকে রাজ্যজুড়ে দাপুটে ইনিংস খেলবে শীত, পূর্বাভাস হাওয়া অফিসের

0
1

আসি আসি করেও শীতের আগমনে বারবার বাধা হয়ে দাঁড়িয়েছে নিম্নচাপ। টানা কয়েকদিন ধরে নিম্নচাপের বৃষ্টিতে শীতের আমেজ পায়নি রাজ্যবাসী। যদিও এবার মিলল সুখবর। আলিপুর আবহাওয়া দপ্তরের(Weather office) তরফে জানিয়ে দেওয়া হল আগামী রবিবার থেকেই রাজ্যে ঝড়ো ব্যাটিং শুরু করবে শীত(Winter)। এক ধাক্কায় অনেকটাই নামবে পারদ।

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, রবিবার থেকে পারদ পতন শুরু হবে রাজ্যে। আগামী মঙ্গলবাবের মধ্যে কলকাতার তাপমাত্রা নামবে তিন থেকে চার ডিগ্রি। তিলোত্তমার সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ১৫ ডিগ্রিতে। ফলে জেলার তাপমাত্রা নামবে আরও বেশি। তা ঘোরাফেরা করতে পারে ১২ ডিগ্রির আশেপাশে। হাওয়া অফিস আরো জানিয়েছে, বৃহস্পতিবার গভীররাতে বৃষ্টি হয়েছে একাধিক জেলায়। তবে শুক্রবার বেলা বাড়তেই দেখা মিলবে রোদের। শনিবার থেকেই ধীরে ধীরে অনুভূত হবে শীতের আমেজ। তবে দার্জিলিং-সহ উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৯ ডিগ্রি সেলসিয়েস।