রাজ্য রাজনীতিতে বিজেপির কর্মসূচিতে সেভাবে দেখা যাচ্ছে না হুগলির (Hoogli) সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে (Locket Chatterjee)। তা নিয়ে জল্পনা তো ছিলই। এরইমধ্যে লকেট চট্টোপাধ্যায়ের ফেসবুক পোস্ট (Facebook Post) ঘিরে রীতিমতো আলোড়ন। কারণ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে দিল্লিতে (Delhi) একা দেখা করেছেন বিজেপি সাংসদ। ফেসবুকে প্রধানমন্ত্রীর সঙ্গে দুটি ছবি পোস্ট করে লকেট লেখেন, “আপনার সঙ্গে প্রতিটি বৈঠক একটি শেখার সুযোগ। আপনার উপস্থিতি আমাকে প্রতিবার আরও কাজের অনুপ্রেরণা দেয়। আমাকে সময় দেওয়ার জন্য প্রধানমন্ত্রীজিকে ধন্যবাদ। আপনি মা ভারতীর সেবা করে চলুন”। কিন্তু কী বিষয়ে কথা হয়েছে দুজনের? তা কিন্তু জানাননি দুপক্ষের কেউই। আর এই নিয়েই এখন তুমুল কানাঘুষো গেরুয়া শিবিরে।

সম্প্রতি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপি সাংসদরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন। কিন্তু সেই প্রতিনিধিদলে ছিলেন না হুগলির সাংসদ। বৃহস্পতিবার, আলাদা করে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন লকেট। সংসদে শীতকালীন অধিবেশন চলছে। বিজেপি (Bjp) সাংসদরাও সেখানেই রয়েছেন। তবু, সবাইকে এড়িয়ে একা প্রধানমন্ত্রীর সঙ্গে কেন দেখা করলেন লকেট? আর কী নিয়ে কথা হল? এই বিষয় দুটি নিয়েই সবচেয়ে বেশি চাঞ্চল্য ছড়িয়েছে বিজেপির অন্দরে। কারণ, সেখানে এখন বিদ্রোহের সুর সপ্তমে। সম্প্রতি আরেক বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় রাজ্য নেতৃত্বের সঙ্গে তুমুল ঝগড়া করে ভার্চুয়াল বৈঠক থেকে বেরিয়ে গিয়েছেন বলে সূত্রের খবর। লকেট এখন উত্তরাখণ্ডের নির্বাচনী সহ-পর্যবেক্ষক। কী কী বিষয়ে কথা হয়েছে দুজনের? তা নিয়ে মুখ কুলুপ দুপক্ষের। তাহলে কী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে কারও বিরুদ্ধে নালিশ ঠুকেছেন লকেট? এই নিয়েই চর্চা তুঙ্গে।
আরও পড়ুন- MP CUP: সম্প্রীতির বার্তা দিয়ে ডায়মন্ড হারবারে ফুটবল উৎসবের সূচনায় অভিষেক





































































































































