স্বামীর পরকীয়া হাতেনাতে ধরল স্ত্রী, উত্তম মধ্যম মার প্রেমিকাকে

0
2

এমন হাতেনাতে ধরা পরবেন কখনও ভাবেননি।কিন্তু বাস্তবে ঘটল সেটাই। প্রেমিকাকে নিয়ে স্বামী উঠেছিলেন হোটেলে ৷ আর সেখানেই হানা দিলেন স্ত্রী। হাতেনাতে ধরে ফেললেন স্বামী ও তাঁর প্রেমিকাকে। তারপর মহিলাকে উত্তম-মধ্যম মেরে থানায় নিয়ে গেলেন।
আসানসোলের বার্নপুর রোডের একটি হোটেলের ঘটনা। বার্নপুরের ব্যবসায়ী মোহনলাল তাঁর প্রেমিকাকে নিয়ে বার্নপুর রোডে একটি হোটেলে উঠেছিলেন। মোহনলালের স্ত্রী গোপন সূত্রে খবর পেয়ে হানা দেন হোটেলে। আর স্ত্রীর কাছে হাতেনাতে ধরা পড়ে যান স্বামী মোহনলাল ও তাঁর প্রেমিকা।

আরও পড়ুন- Sanjay Raut: “দুর্ঘটনা সন্দেহজনক”, রাওয়াতের মৃত্যুতে প্রশ্ন তুললেন সঞ্জয় রাউত

এরপর ওই মহিলাকে মারতে মারতে রাস্তায় টেনে নিয়ে আসেন মোহনলালের স্ত্রী। পরকীয়ায় অভিযুক্ত মহিলাকে আসানসোল দক্ষিণ পুলিশ ফাঁড়িতে নিয়ে যান তিনি। তারপরের ঘটনা নিজের চোখেই দেখুন।