ফুলশয্যার রাত কাটতেই বরের ঝুলন্ত দেহ উদ্ধার, খুন না আত্মহত্যা উঠছে প্রশ্ন

0
1

বিয়ের পর সবেমাত্র ফুলশয্যার রাত পার হয়েছে, পরদিনই বরের ঝুলন্ত দেহ উদ্ধার হল বাড়ি থেকে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হাওড়ার শালিমার(Shalimar) এলাকায়। মৃতের নাম আদর্শ সাউ(Adarsho Sau)। ঘটনাটি খুন(Murder) নাকি আত্মহত্যা(suicide) তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, হাওড়ার শালিমার এলাকার যুবক আদর্শ সাউয়ের সঙ্গে গত ৭ ডিসেম্বর বিয়ে হয়েছিল ব্যারাকপুরের এক যুবতীর। দুই পরিবারের সম্মতিতেই দেখাশোনা করে হয় এই বিয়ে। পেশায় গাড়ি চালক আদর্শ সাউয়ের এই বিয়েতে সম্মতি ছিল। ধুমধাম করে বিয়ে হয় দুজনের। বৃহস্পতিবার ছিল ফুলশয্যা। এরপর শুক্রবার ভোরে নববধু ঘুম থেকে উঠে ওয়াশরুমে যান। ফিরে এসে দেখেন এই মর্মান্তিক ঘটনা। গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে আদর্শ। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ইতিমধ্যেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কিন্তু কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটলো তা ভেবে কূলকিনারা পাচ্ছেন না পরিবারের সদস্যরা।

আরও পড়ুন:স্বামীর পরকীয়া হাতেনাতে ধরল স্ত্রী, উত্তম মধ্যম মার প্রেমিকাকে

সংবাদমাধ্যমকে নববধূ জানান, বিয়ের আগেও তাঁদের মধ্যে ফোনে কথা হতো। কোনোদিন কিছু বোঝা যায়নি। এদিন ভোরে তাঁকে ফ্রেশ হবার জন্য বলেছিলেন আদর্শ। আর তিনি যেতেই এই ঘটনা ঘটে। দুজনের মধ্যে কারোর কোনো অন্য প্রেমঘটিত সম্পর্ক ছিলো কিনা সে প্রশ্ন উঠতে শুরু করেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বি গার্ডেন থানার পুলিশ। বিষয়টা আত্মহত্যা কিনা তা নিয়েও উঠছে প্রশ্ন। কারণ এখনও পর্যন্ত কোনও সুইসাইড নোটও উদ্ধার হয়নি। গোটা ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।