২০১১ প্রথমবার মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই রাজ্য প্রশাসনকে জেলায় পৌঁছে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। প্রত্যেক জেলায় গিয়ে সেখানকার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। জেলার উন্নয়নমূলক কাজের অগ্রগতিতে নির্দেশ দিয়েছেন। তৃতীয়বার বিপুল সংখ্যক ভোটে জিতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মপদ্ধতির পরিবর্তন হয়নি। দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন জেলায় গিয়ে জেলার কাজের খতিয়ান নেওয়ার পাশাপাশি, গুরুত্বপূর্ণ নির্দেশ দিচ্ছেন তিনি। ডিসেম্বর (December) মাসের 27 তারিখ মুখ্যমন্ত্রীর দার্জিলিং (Darjiling) যাওয়ার কথা রয়েছে। সেখানেও প্রশাসনিক বৈঠক করবেন মমতা।
আরও পড়ুন- আদিবাসী কিশোরী চাঁদমণির প্রথম হিন্দি গানের রিলিজ ঘিরে প্রহর গোনা শুরু
অক্টোবর (October) মাসে উত্তরবঙ্গ সফর গেলেও দার্জিলিঙে যাননি মুখ্যমন্ত্রী। সেবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে প্রশাসনিক বৈঠক করেছিলেন। সম্প্রতি দুই দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদেও প্রশাসনিক বৈঠক করেন তিনি। এবারের পাহাড় সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।