Sourav Ganguly: কেন বিরাটকে সরিয়ে রোহিতকে দেওয়া হল নেতৃত্বের ভার? মুখ খুললেন সৌরভ

0
2

বুধবারই একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের নেতৃত্বের ভার রোহিত শর্মার ( Rohit Sharma) হাতে তুলে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড ( BCCI)। একদিনের ক্রিকেটের অধিনায়কত্ব থেকে সরিয়ে ফেলেছে বিরাট কোহলিকে( Virat Kohli)। কেন হঠাৎ এই সিদ্ধান্ত নিল বিসিসিআই? সেই নিয়ে এবার মুখ খুললেন বিসিসিআই প্রেসিডেন্ট( Bcci President) সৌরভ গঙ্গোপাধ্যায় ( Sourav Ganguly)। বললেন, কোহলিকে অধিনায়কত্ব থেকে সরানো বোর্ড এবং নির্বাচকদের যৌথ সিদ্ধান্ত। সাদা বলের দু’টি ফরম্যাটে দু’জন আলাদা অধিনায়কের পক্ষে ছিলেন না নির্বাচকরা।

এদিন এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ বলেন,” এই সিদ্ধান্ত বোর্ড এবং নির্বাচকদের তরফে যৌথ ভাবে নেওয়া হয়েছে। বোর্ড এর আগে কোহলিকে অনুরোধ করেছিল টি-২০ নেতৃত্ব থেকে না সরতে। কোহলি রাজি হয়নি। এরপরেই নির্বাচকরা সিদ্ধান্ত নেন, দু’টি সাদা বলের ফরম্যাটে দু’জন আলাদা অধিনায়ক রাখার অর্থ নেই। তাই ঠিক করা হয় বিরাটকে টেস্ট অধিনায়ক রাখা হবে। এবং সাদা বলের ক্রিকেটে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। আমি নিজে সভাপতি হিসেবে ব্যক্তিগত ভাবে কোহলির সঙ্গে কথা বলেছি। নির্বাচক কমিটির চেয়ারম্যানও ওর সঙ্গে কথা বলেছেন।”

সদ‍্য অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন রোহিত। রোহিতের দায়িত্ব পালন নিয়ে যথেষ্ট আস্থা রাখছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন,” রোহিত শর্মার নেতৃত্ব দেওয়ার ক্ষমতার উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। বিরাট টেস্ট অধিনায়ক হিসেবে থাকছে। বোর্ডে আমরা যারা রয়েছি, তারা এ ব্যাপারে আত্মবিশ্বাসী যে ভারতীয় ক্রিকেটে সঠিক হাতেই রয়েছে। সাদা বলের ক্রিকেটে অবদানের জন্য বিরাটকে অনেক ধন্যবাদ।”

আরও পড়ুন:Vijay Hazare Trophy: ভিলেন বৃষ্টি, পুদুচেরির কাছে ৮ রানে হারল বাংলা