বুধবারই আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে অধিনায়কত্ব তুলে দেওয়া হয়েছে রোহিত শর্মার ( Rohit Sharma) হাতে। আসন্ন দক্ষিণ আফ্রিকা ( South Africa) সফর থেকে তিনি এই দায়িত্ব পালন করবেন। এবার টি-২০ এবং একদিনের ক্রিকেটে রোহিতের অধিনায়কত্বে খেলবেন বিরাট কোহলি। যদিও অধিনায়কত্বের দায়িত্ব পাওয়ার পরেও বিরাটের প্রতি নিজের মুগ্ধতা প্রকাশ করেছেন রোহিত শর্মা। একটি অনুষ্ঠানে রোহিত বলেন, বিরাট কোহলির মত ব্যাটারের মান সর্বদাই স্কোয়াডে দরকার।
এদিন এক অনুষ্ঠানে রোহিত বলেন,”বিরাট কোহলির মত ব্যাটারের মান সর্বদাই স্কোয়াডে দরকার। এমন একজন, যার টি-২০ ফর্ম্যাটে ৫০ এর বেশি গড় রয়েছে, এটি অবিশ্বাস্য ও অবাক করার মত। অবশ্যই অভিজ্ঞতার সঙ্গে, ও ভারতের হয়ে কঠিন পরিস্থিতিতে ব্যাট করে অনেকবার বাঁচিয়ে এনেছে।”
এরপাশাপাশি রোহিত বলেন,”ওনার গুণ এবং এই ধরণের ব্যাটার অবশ্যই প্রয়োজনীয়। এছাড়া, ও এখনও এই দলের নেতা। এই সকল বিষয়কে একত্র করে, আপনি কখনই ওকে বাদ দিতে চাইবেন না। আপনি এই ধরণের বিষয়কে কখনই সরাতে চাইবেন না। ওর উপস্থিতিতে দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
আরও পড়ুন:Sourav Ganguly: কেন বিরাটকে সরিয়ে রোহিতকে দেওয়া হল নেতৃত্বের ভার? মুখ খুললেন সৌরভ