ত্রিপুরায়(Tripura) সাম্প্রদায়িক হিংসার গ্ৰাউন্ড রিপোর্টিং করতে গিয়ে শাসকের রোষানলে পড়েছিলেন অনলাইন নিউজ পোর্টালের দুই মহিলা সাংবাদিক। তাদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর অভিযোগ তুলে একাধিক ধারায় মামলা দায়ের করেছিল পুলিশ এই দুই সাংবাদিককে(Journalist) বুধবার রক্ষাকবচ দিল দেশের শীর্ষ আদালত(Supreme Court)। এদিন আদালতে তরফে ওই দুই সাংবাদিকের বিরুদ্ধে ফৌজদারী ধারা স্থগিত করা হয়েছে।

ত্রিপুরা পুলিশের দায়ের করা দুটি এফআইআর খারিজের দাবিতে সাংবাদিক সমৃদ্ধি সাকুনিয়া, স্বর্ণা ঝা এবং তাঁদের সংস্থা – এইচডব্লিউ নিউজ নেটওয়ার্ক (থিও কানেক্ট প্রাইভেট লিমিটেড দ্বারা পরিচালিত) শীর্ষ আদালতে একটি আবেদন জানায় গত ১৪ নভেম্বর। তাঁদের অভিযোগ ছিল যে, ‘সংবাদমাধ্যমকে ইচ্ছাকৃত ভাবে হেনস্থা করা হচ্ছে।’মামলাটি বিচারপতি ধনঞ্জয় ওয়াই চন্দ্রচূড়, সূর্যকান্ত এবং বিক্রম নাথের একটি বেঞ্চে বিচারাধীন ছিল। বেঞ্চ দুটি এফআইআর-এর পরবর্তী সমস্ত প্রক্রিয়া স্থগিত করেছে এবং ত্রিপুরা সরকার ও পুলিশকে চার সপ্তাহের মধ্যে এই আবেদনের প্রেক্ষিতে জবাব দেওয়ার নির্দেশ দিয়ে নোটিশ জারি করেছে।
আরও পড়ুন:Issue BSF: বিএসএফ নিয়ে উদ্বেগ প্রকাশ করে টুইট ধনকড়ের, পাল্টা ধুয়ে দিলেন কুণাল
উল্লেখ্য, ওই দুই সাংবাদিকের বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের জন্য ভুয়ো খবর প্রকাশের অভিযোগে গ্রেফতার করেছিল ত্রিপুরা পুলিশ। আদালত অবশ্য দুই সাংবাদিকের জামিন মঞ্জুর করেছিল আগেই। এখন তাঁদের বিরুদ্ধে এফআইআর পরবর্তী কোনও পদক্ষেপ নেওয়া যাবে না বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।















































































































































