Katrina Kaif-Vicky Kaushal: নবদম্পতিকে দেখা গেল দুর্গের বারান্দায়

0
2

রাজস্থানের বারওয়ারা ফোর্টে বিবাহ সম্পন্ন হল ভিকি কৌশল ও ক্য়াটরিনা কাইফের (Katrina Kaif-Vicky Kaushal)। প্রকাশ পেল ভিক্যাট-এর বিয়ে-পরবর্তী ছবি। রাজস্থানের দুর্গের বারান্দায় দেখা গেল নব-দম্পতিকে।

পরিবারের সদস্যরা ও বিশেষ কিছু বন্ধুদের উপস্থিতিতে বিয়ে সারলেন ভিকি-ক্যাট(Katrina Kaif-Vicky Kaushal)। বিয়ের পর নৈশ ভোজের আয়োজন করা হয়েছে। ইতালি থেকে এসেছে বিশেষ ‘ওয়েডিং কেক’। পুল সাইডে হয়েছে নৈশ ভোজের আয়োজন।

আরও পড়ুন-Issue BSF: বিএসএফ নিয়ে উদ্বেগ প্রকাশ করে টুইট ধনকড়ের, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজস্থানের বারওয়ারা দুর্গে চারহাত এক হল ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের। লাল লেহঙ্গা, গলায় মালা, মাথায় জড়োয়ার সাজ ক্যাটরিনার। পোশাক শিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়ের সাজে সেজে উঠেছেন ক্যাট। ঘিয়ে রঙা শেরওয়ানি আর পাগড়ি পরে রয়েছেন ভিকি। একসঙ্গে দাঁড়িয়ে রয়েছেন দুই তারকা।

 

View this post on Instagram

 

A post shared by Rohan (@rohankbohara)


ভিক্যাট-এর বিয়ে নিয়ে কম কড়াকড়ি নেই, নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে সোয়াই মাধোপুর। পুলিশ-প্রশাসন সতর্ক, হোটেলের বাইরে কড়া নিরাপত্তা বেষ্টনী। এই বিয়েতে বর-কনের সাজগোজ থেকে বিয়ের মণ্ডপ, খাবার তালিকা- সব নিয়েই জল্পনার শেষ নেই। জানা গিয়েছে, ভিক্যাট ওয়েডিং-এ সবমিলিয়ে প্রায় ১২০ জন অতিথি আমন্ত্রিত।